ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় UNWPA-র শংসাপত্র ভুয়ো? তৃণমূলকে আক্রমণ বিরোধীদের

author img

By

Published : Aug 22, 2020, 4:53 PM IST

Updated : Aug 22, 2020, 6:20 PM IST

রাষ্ট্রসংঘের অনুমোদিত হিসাবে দাবি করা ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন (UNWPA) নামে ওই সংস্থার রাজ্যের উদ্দেশে বার্তা - আপনার হাতে মানবজাতি সুরক্ষিত । এই বিষয়টি জানিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে ওই প্রশংসাপত্র শেয়ার করা হয় । কিন্তু সেই সংস্থাটির আদৌ রাষ্ট্রসংঘের সঙ্গে যোগ আছে কি না এখন সেই নিয়েই উঠছে প্রশ্ন ।

mamata
কোভিড

কলকাতা, 22 অগাস্ট : কোরোনা সংক্রমণ মোকাবিলায় বাংলার প্রশংসা করে না কি চিঠি পাঠিয়েছে রাষ্ট্রসংঘের অনুমোদিত একটি সংস্থা । অন্তত তৃণমূলের দাবি এমনই । সোশাল মিডিয়ায় সেই সংবাদ চাউর হতেই চিঠির অংশ নিয়ে শুরু হয় বিতর্ক । নেটিজ়েনদের ঘোর সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার । এরকমও প্রশ্ন ওঠে, কোভিড মোকাবিলায় স্বাস্থ্যদপ্তরকে চিঠি না পাঠিয়ে শ্রমদপ্তরকে কেন চিঠি পাঠানো হবে? অনেকেই দাবি করেন, ওই সংস্থাটির আদৌ রাষ্ট্রসংঘের সঙ্গে কোনও যোগ নেই । এই প্রশংসাপত্র তৃণমূলেরই অ্যাজেন্ডা নয় তো, প্রশ্ন তোলেন একাংশ । যদি তা নাই হয় তবে তৃণমূল কংগ্রেসের টুইটার পেজ থেকে সেই টুইট কেন মোছা হল । উঠছে সেই প্রশ্নও ।

রাষ্ট্রসংঘের অনুমোদিত হিসাবে দাবি করা ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন (UNWPA) নামে ওই সংস্থার তরফে রাজ্যের উদ্দেশে বার্তা - আপনার হাতে মানবজাতি সুরক্ষিত । এই বিষয়টি জানিয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে ওই প্রশংসাপত্র শেয়ার করা হয় । তারা লেখে, "COVID মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তর্জাতিকভাবে প্রশংসিত । নির্মল মাঝিকে UNWPA-র তরফে একটি প্রশংসাপত্র পাঠানো হয়েছে । " ওই চিঠির ছবিও শেয়ার করে তৃণমূল । এরপরই টুইটারে শুরু হয় বিতর্কের ঝড় । জাপানের ওই সংস্থার রাষ্ট্রসংঘের সঙ্গে কোনও যোগ নেই বলে দাবি করেন অনেকে ।

UNPWA কি আদৌ রাষ্ট্রসংঘের অনুমোদিত সংস্থা ?

যে সংস্থার তরফে নির্মল মাঝির উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে সেই সংস্থার নাম 'ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন' ৷ কিন্তু, রাষ্ট্রসংঘ লেখে 'ইউনাইটেড নেশনস' । রাষ্ট্রসংঘের লোগো এবং এই সংস্থাটির লোগোও এক নয় । তবে এই সংস্থাটি কী? এই সংস্থার হয়ে ভারতে প্রতিনিধি হিসেবে কাজ করেন প্রিয়া দত্ত ওরফে পিঙ্কি । হুগলির বাসিন্দা । তিনি নিজেকে একজন সমাজকর্মী বলে পরিচয় দেন । তবে এক বছর আগে পর্যন্ত তৃণমূলের একটি গ্রুপ চালাতেন । গ্রাসরুট সোশাল মিডিয়া কমিউনিটি । স্পষ্ট জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক । নির্মল মাঝি প্রসঙ্গে প্রিয়া বলেন, আমাদের সামাজিক কাজে তিনি আমাদের অনেক সাহায্য করেছেন । বিশেষত, দরিদ্র মানুষের জন্য চিকিৎসার ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন তিনি ।

আর কী কী প্রশ্ন উঠছে ?

রাষ্ট্রসংঘের সঙ্গে এই সংস্থাটির যোগ নিয়ে আরও প্রশ্ন থাকছে ৷ এই সংস্থাটির ওয়েবসাইটে এমন কোনও রেজিস্ট্রেশন নম্বর, অ্যাফিলিয়েশন নম্বর বা সার্টিফিকেশন নেই যা প্রমাণ করে এটি রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত ।

certificate
এই শংসাপত্র প্রকাশ করা হয়

সুতরাং সংস্থাটি যে আদৌ রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত নয়, সেই নিয়ে প্রশ্ন থাকছেই । এইদিকে নেটিজ়েনদের কড়া সমালোচনা ও কটাক্ষর মুখে পড়েছে তৃণমূল । একাংশ দাবি করেছে, যে চিঠির অংশ প্রকাশ করা হয়েছে তাতে ইংরেজি ভাষায় ব্যাকরণগত ভুল আছে । সোশাল মিডিয়ায় সরব হন রাখি মিত্র নাম এক মহিলা । মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনি স্ক্যাম বলে অভিযোগ করেন তিনি । লেখেন, "রাষ্ট্রসংঘের নাম করে একটা ভুয়ো চিঠি প্রচার করা হয়েছে । ভুয়ো সংগঠনের নাম দিয়ে নিজেরাই তৈরি করেছে এই চিঠি । কোরোনা নিয়ে সমালোচনা থেকে বাঁচার জন্য এই উপায়ে নিলেন ?"

tweet
যে টুইটটি করা হয়েছিল

এইদিকে সরব হয়েছে বিরোধীরা । BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার অভিযোগ, "নির্মল মাঝি ও তৃণমূল কংগ্রেস ইউনাইটেড নেশনের পুরস্কারের বিষয় মিথ্যা গুজব রটিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করছে । "

তৃণমূলের সমালোচনা করেছে কংগ্রেস ও বাম শিবিরও । কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী সমগ্র ঘটনা শোনার পর হতবাক । তিনি বলেন, "আমার মাথায় বাজ ভেঙে পড়ল । এরা এই ধরনের কথা কীভাবে বলছে? রাজ্যের মান-সম্মান এরা ডুবিয়ে ছেড়েছে । মান-সম্মান ধুলায় লুণ্ঠিত । প্রতিদিন সরকার কোরোনার তথ্য গোপন করছে । তথ্য গোপন করতে গিয়ে প্রথম হয়েছে । এদের কাছ থেকে অসত্য ছাড়া অন্য কিছু আশা করা যায় না । এদের সম্পর্কে বেশি কথা না বলাই ভালো । মানুষ আগামী দিনে এদের বিচার করবে । যে খবরের ভিত্তি নেই তাকে ফলাও করে বলে । এর আগেও অনেক খবর ফলাও করে জানিয়েছিল । কেউ ছিল ভুয়ো ডক্টরেট, ভুয়ো ডাক্তার, ভুয়ো ইঞ্জিনিয়র । এই সরকারের সব খবরই ফেক ।"

বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর মুখেও একই সুর । বলেন, "এটা জালিয়াতির চূড়ান্ত জায়গায় চলে গেছে । কীভাবে একটা সরকার এবং দলের নেতা-মন্ত্রীরা এই মিথ্যাচারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, সেই বোধটুকু তাঁদের নেই । তাঁরাই নাকি দেশ চালাবেন । এটা ফেক নিউজ় । পয়সা দিয়ে করা । এটাও বুঝলেন না নেতা-মন্ত্রীরা । লজ্জার ব্যাপার ।"

যদিও এই বিষয়ে কার্যত নীরব তৃণমূল । তাদের এই বিষয়ে প্রশ্ন করা হলে নয় তারা এড়িয়ে যায়, নয় স্পষ্ট জানায় এই বিষয়ে কিছু বলব না । রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় স্পষ্ট বলে দেন, "এই নিয়ে কিছু বলব না ।" বিষয়টি এড়িয়ে যান রাজ্যের অন্য এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও ।

কিন্তু তৃণমূলের তরফে এই চিঠি প্রকাশ করা হল । তারপর কেনই বা সেই টুইট মুছে দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয় । এইদিকে নীরব তৃণমূল নেতৃত্ব । সবমিলিয়ে ধন্দ বাড়ছে ।

Last Updated :Aug 22, 2020, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.