ETV Bharat / state

RBU education : দূর শিক্ষায় ইউজিসির অনুমোদন পেল না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

author img

By

Published : Aug 11, 2021, 7:56 PM IST

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দূর শিক্ষায় বহু বিষয়ে পড়াশোনার সুবিধে ছিল ৷ কিন্তু এ বছর ইউজিসি বেশ কিছু বিষয়ে পড়ানোর অনুমোদন দেয়নি এই বিশ্ববিদ্যালয়কে ৷ এতে অনেক ছাত্রীর পঠনপাঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

কলকাতা, 11 অগস্ট : দূর শিক্ষার (Distance Education) অনুমোদন পেল না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University) ৷ এ বছরের শিক্ষাবর্ষে একাধিক বিষয়ে পঠনপাঠনের ক্ষেত্রে দূর শিক্ষার অনুমতি দিল না ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি (University Grants Commission, UGC)।

জানা গিয়েছে, এ বছরে ইংরেজি, ইতিহাস, পলিটিকাল সায়েন্স, এডুকেশন ও ভূগোল, পড়তে দূর শিক্ষায় ভর্তি হওয়া যাবে না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । এর কারণ হিসেবে জানানো হয়েছে এই বিষয়গুলি পড়ানোর জন্য অধ্যাপকের অভাব রয়েছে বিশ্ববিদ্যালয়ে । তাই অনুমতি খারিজ হয়েছে বলে খবর । তবে এ বছর বাংলা, পরিবেশবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্র সংগীত, মিউজিক ও সংস্কৃতি বিষয়ে দূর শিক্ষায় পড়ানোর জন্যই অনুমোদন দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : writers building : ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং কি তার গুরুত্ব হারাচ্ছে?

তাই যে বিষয়গুলিতে এ বছর পড়ানোর অনুমোদন দেওয়া হয়নি, সেই সব বিষয়ে আগে থেকে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা ঠিক কী ভাবে তাদের পড়াশোনা চালিয়ে যাবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি । শিক্ষক মহলের মতে এই বিষয়গুলিতে অনুমোদন না পাওয়ার ফলে রাজ্যের বহু ছাত্র-ছাত্রী বঞ্চিত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.