ETV Bharat / state

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে রিপোর্ট চাইল ইউজিসি

author img

By

Published : Aug 13, 2023, 7:41 PM IST

Updated : Aug 13, 2023, 11:03 PM IST

Etv Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়

ছাত্রমৃত্যুর তদন্তে চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে অ্যান্টি ব়্যাগিং টিম ৷ গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে রিপোর্ট চেয়েছে ইউজিসি ৷

যাদবপুর, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার হস্তক্ষপ করল ইউজিসি (ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন)। গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার । তারপর থেকেই জলঘোলা চলছে এই ঘটনাকে ঘিরে । রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজ্য ৷ আর এবার এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করল ইউজিসি । যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ দিল ইউজিসি ৷ সোমবারের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । ইউজিসির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বৈঠক ডেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়গুলির উপরমহলের তরফে যে সমস্ত গাইডলাইন পাঠানো হয় তা ঠিকমত মেনে চলা হয় কি না, তাও জানতে চাওয়া হয়েছে ইউজিসির তরফে ।

এই ঘটনার সঙ্গে র‌্যাগিং জড়িত কি না, তাও জানতে চেয়েছে ইউজিসি । এবার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে আগামী সপ্তাহেই রাজ্যে আসতে পারে অ্যান্টি র‌্যাগিং দল । অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বৈঠকের পর রিপোর্ট পাঠানো হবে ইউজিসির কাছে । দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটায় বেশ কিছু অভিযোগ গিয়েছে ইউজিসির কাছে । সে কারণেই তদন্তে কোনও খুঁত রাখতে চায় না ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন । সোমবারই রিপোর্ট জমা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের তরফে । ছাত্রমৃত্যুর ঘটনায় বারবার উঠে এসেছে র‌্যাগিং তত্ত্বও । সে কারণে আলাদা করে বৈঠকে বসার কথা রয়েছে ইউজিসির অ্যান্টি র‌্যাগিং দলেরও ।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের 'এ' ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার পর মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার । স্থানীয় বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলেও রাতভর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ হাসপাতালে মৃত্যু হয় ওই পড়ুয়ার । তাঁর মৃত্যুর পর থেকেই এক প্রকার উত্তাল রাজ্য । ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এক প্রাক্তনী এবং দুই পড়ুয়াকে ।

আরও পড়ুন : সিগারেটের একাধিক ছ্যাঁকা, শরীরে ক্ষত; স্বপ্নদীপকে যৌন নির্যাতনের অভিযোগ শিশু সুরক্ষা কমিশনের

Last Updated :Aug 13, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.