ETV Bharat / state

Kolkata Police: হেলমেট না পরেই বাইকে সওয়ার, জরিমানা করে আক্রান্ত 2 পুলিশকর্মী

author img

By

Published : Dec 30, 2022, 7:00 PM IST

two members of Kolkata Police beaten by motorbike rider and his companions
প্রতীকী ছবি ৷

বেপরোয়া বাইকচালক ও তাঁর সঙ্গীদের হাতে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের (Kolkata Police) দুই সদস্য ৷ কী ঘটেছিল বৃহস্পতিবার রাতে ?

কলকাতা, 30 ডিসেম্বর: বর্ষবরণের প্রাক্কালে বেপরোয়া বাইকচালক ও তাঁর সাঙ্গোপাঙ্গোদের হাতে মার খেতে হল কলকাতা পুলিশের (Kolkata Police) দুই কর্মীকে ৷ আক্রান্তরা হলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমনকল্যাণ ঢাক এবং সার্ভে পার্ক থানার এএসআই এস কে পাত্র ৷ ঘটনার পর তাঁদের দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের ৷ এই ঘটনায় ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় মামলা রুজু করেছে পুলিশ ৷

উল্লেখ্য, আর প্রায় 24 ঘণ্টা পরই শুরু হয়ে যাবে বর্ষবরণের অনুষ্ঠান ৷ উৎসবের আবহে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে সতর্ক কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যেই শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চলছে ৷ বৃহস্পতিবার রাতেও পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের নেতৃত্বে সার্ভে পার্ক এলাকায় চলছিল নাকা চেকিং ৷ সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীরা দেখতে পান একটি মোটরবাইকে বিনা হেলমেটের দু'জন সওয়ারি সন্তোষপুরের দিক থেকে এগিয়ে আসছেন ৷ এরপরই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এবং পুলিশকর্মীরা ওই বাইকটিকে থামান ৷ বাইকের চালক ও পিছনে বসে থাকা সওয়ারির কাছে পুলিশকর্মীরা জানতে চান, কেন তাঁরা হেলমেট পরেননি ৷

আরও পড়ুন: বর্ষবরণের রাতে অনভিপ্রেত উৎপাত এড়াতে তৎপর কলকাতা পুলিশ

এরপর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয় ৷ তাঁদের নির্দিষ্ট মূল্যের জরিমানা করেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ অভিযোগ, জরিমানা হওয়ার পর অভিযুক্তরা সেখান থেকে চলে যান ৷ এর কিছুক্ষণ পরই তাঁরা আরও লোকজন নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন ৷ এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হন ৷ হামলাকারীদের প্রশ্ন ছিল, কেন হেলমেটবিহীন ওই সওয়ারিদের বাইক থামিয়ে জরিমানা করা হয়েছে ! এরপরই হামলাকারীরা ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক এবং সার্ভে পার্ক থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এস কে পাত্রকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ৷

ওয়াকিটকিতে সেই খবর পৌঁছে যায় স্থানীয় থানায় ৷ সঙ্গে সঙ্গে থানা থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হয় ৷ সেই খবর কানে যেতেই চম্পট দেন হামলাকারীরা ৷ আহত দুই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷

উল্লেখ্য, সম্প্রতি বেলেঘাটায় উস্তাদ রশিদ খানের গাড়ি নাকা চেকিংয়ে আটকানোর সময় উত্তেজনা ছড়ায় ৷ সেই ঘটনার পর কলকাতার নগরপাল বিনীত গোয়েল নির্দেশ দেন, এমন জায়গায় নাকা চেকিং করতে হবে, যেখানে পর্যাপ্ত সংখ্য়ায় সিসিটিভি ক্যামেরা রয়েছে ৷ এছাড়াও, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের ব্যবহার করতে হবে বডি ক্যামেরা ৷ বৃহস্পতিবার রাতের ঘটনার পরও সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.