ETV Bharat / state

Chhath Puja Effect: ছট পর্বে সুরক্ষিত রইল শহরের 2 সরোবর, বাজি-ডিজের দাপটে নাজেহাল শহরবাসী

author img

By

Published : Oct 31, 2022, 8:18 PM IST

ছট পর্বে (Chhath Puja Effect) সুরক্ষিত রইল শহরের দুই সরোবর - সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবর । তবে বাজি ও ডিজের দাপটে নাজেহাল হতে হল শহরবাসীকে ৷

two-lakes-secured-after-chhath-puja-2022-as-city-witnesses-crackers
ছট পর্বে সুরক্ষিত রইল শহরের 2 সরোবর

কলকাতা, 31 অক্টোবর: ছট পুজো (Chhath Puja Effect) করতে এ বার সরোবরমুখী হলেন না পূণ্যার্থীরা । প্রশাসন ও পুলিশের উদ্যোগে বিকল্প জায়গায় তাঁরা তাঁদের আচার পালন করলেন । ফলে রক্ষা পেল শহরের দুই প্রাণকেন্দ্র । সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবর ।

পরিবেশ আদালতের নির্দেশের পরেও বেশ কয়েক বছর ধরে দুই সরোবররে ছট পালন ঠেকাতে পারেনি পুলিশ ও প্রশাসন । আর তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে পরিবেশ কর্মীদের মধ্যে । অনেকে প্রতিবাদে পথেও নেমেছেন । তবে শেষমেষ পরিবেশ নিয়ে হুঁশ ফিরেছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে শুরু করে সরোবরের দায়িত্বে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি(কেএমডিএ) এবং কলকাতা পুলিশের । এ বার গত 29 তারিখ থেকেই সাধারণের প্রবেশ নিষেধ ছিল এই দুই সরোবরে ৷ 31 তারিখ সন্ধ্যা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল । আর এই নির্দেশিকা ছাপিয়ে কেএমডিএ-র পক্ষ থেকে টাঙানো হয়েছিল 2 সরোবরের প্রত্যেকটি গেটে । প্রত্যেকটি প্রবেশপথের গেট বাঁশ দিয়ে ভালো করে বাঁধা ছিল । পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়ন করা ছিল সেখানে । যাতে ছট পুজোর দিন কেউ কোনও ভাবেই ভিতরে প্রবেশ করতে না পারেন । ফলে এ বছর ছট পর্বে দুই সরোবরের পরিবেশই রইল সুরক্ষিত ।

আরও পড়ুন: পরিবেশ আদালতের নির্দেশ, ছটপুজোর আগে বন্ধ কলকাতার দুই সরোবরের গেট

সরোবরকে রক্ষা করলেও রাজ্যের পুলিশ প্রশাসনকে অবশ্য বাহবা দিতে চাইছেন না পরিবেশকর্মীরা । তাঁদের অভিযোগ, 2 সরোবর রক্ষা করলেও পুলিশ প্রশাসনের নরম মনোভাব শহর জুড়ে ছট পালনের নামে ডিজের লাগামছাড়া শব্দ তাণ্ডবে কান পাতা দায় হয়ে পড়েছিল মানুষজনের । পাশাপাশি অন্যান্য বারের থেকে একটু হলেও অল্প তবে যথেচ্ছ ভাবেই ফেটেছে শব্দবাজি । আর এই দুয়ের দাপটেই কার্যত কান পাতা দায় হয়ে পড়েছিল শহরবাসীর । কালীপুজো ও দিওয়ালিতে দেদার বাজি ফাটায় ইতিমধ্যেই দিল্লির বাতাসের দূষণ ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে । কলকাতায় যাতে আর এমন দিন দেখতে না হয়, তার জন্যেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে শুরু করে প্রশাসনের কাছে পরিবেশ কর্মীরা দাবি রাখছেন উপযুক্ত সমস্ত ধরনের ব্যবস্থা নিতে । পাশাপাশি জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বাজি প্রদর্শনী বা ভাসানে ডিজের মতো কান ঝালাপালা করা শব্দে লাগাম টানার আবেদন করছেন অনেক পরিবেশ কর্মী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.