ETV Bharat / state

রাজ্যে মিলল করোনার নতুন প্রজাতি জেএন.1, আক্রান্ত 2

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 2:27 PM IST

Updated : Jan 9, 2024, 8:49 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Covid sub variant JN.1: রাজ্যে করোনার নতুন প্রজাতি জেএন.1-এর হদিশ মিলল ৷ রাজ্যে করোনার এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন দু'জন ৷

কলকাতা, 9 জানুয়ারি: রাজ্যে হদিশ মিলল করোনার নতুন প্রজাতির । রাজ্যে দুজন আক্রান্ত জেএন.1 ভাইরাসে । ইতিমধ্যেই তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর । সূত্রের মারফৎ জানা গিয়েছে, 26 ডিসেম্বর 26টি নমুনা ক্যালকাটা স্কুল অফ ট্রপিকল মেডিসিন থেকে পাঠানো হয়েছিল কল্যাণীর ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যালে জিনোমিক্সে । সেখানে জিনোম সিকোয়েন্স করার জন্য নমুনা পাঠানো হয় । সেখানেই দেখা যায়, 26 জনের মধ্যে দু'জন আক্রান্ত জেএন ডট 1 ভাইরাসে ।

এ দিকে, রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, রাজ্যে করোনা রোগী আক্রান্তের সংখ্যা বর্তমানে 189 । গত 24 ঘণ্টা রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন 11 জন । যদিও এই বিষয়ে স্বাস্থ্যভবনের তদারকি চলছে । তবে এর মধ্যেই রাজ্যে হদিশ মিলেছে জেএন ডট ওয়ানে আক্রান্ত রোগীর । যদিও এঁদের পূর্বের ইতিহাস এবং বর্তমানে তাঁরা কোথায় চিকিৎসাধীন তার কিছুই জানা যায়নি । তবে স্বাস্থ্যভবনের তরফ থেকে জানানো হয়েছে যে, এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে । শুধুমাত্র এই 26টি নমুনাই নয়, জানুয়ারি মাসের কল্যাণীতে পাঠানো হয়েছে আরও 50টি নমুনা । জিনোম সিকোয়েন্স করা হবে ওই নুমনাগুলির ।

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই । যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে । কর্ণাটকে জারি হয়েছে মাস্ক পরার আবশ্যিক বিধি । তার মধ্যে কেন্দ্রের তরফে বলা হয়েছে, করোনা নিয়ে রাজ্যগুলি যাতে নজরদারিতে ঢিলেমি না দেয় । প্রতিটি এলাকার রিপোর্ট যেন নিয়মিত সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হয় । এছাড়াও আরটি পিসিআর ও জিনোম সিকোয়েন্সিংয়ের দিকেও কড়া নজরদারির কথা রাজ্যগুলিকে জানানো হয়েছে । বলা হয়েছে, প্রতিটি পজিটিভ টেস্টের ফলাফল যেন জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় । প্রতিটি রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবদের উদ্দেশে এই অ্যাডভাইসারি এসেছে কেন্দ্রের তরফে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. ভারতে করোনা আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে বাংলা, কলকাতা নিয়ে সতর্কতা
  2. ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর
  3. আড়াই মাস পর বেলেঘাটা আইডি'তে করোনা রোগী, ভাইরাস আক্রান্ত 3 জন ভর্তি হাসপাতালে
Last Updated :Jan 9, 2024, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.