ETV Bharat / state

দু'লাখি হীরের আংটি আঙুলে গলিয়ে চম্পট, পরে গ্রেপ্তার 2 মহিলা

author img

By

Published : Oct 12, 2019, 7:17 PM IST

গ্রেপ্তার 2 মহিলা

শপিং মলের একটি গয়নার দোকানে যায় দুই মহিলা ৷ মলের একতলায় একটি গয়নার দোকান থেকে চুরি যায় হীরে বসানো হোয়াইট গোল্ডের আংটিটি ৷ যার দাম 1 লাখ 75 হাজার টাকা ৷ দোকানের তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ চুরির তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷

কলকাতা, 12 অক্টোবর : গয়না কেনার অছিলায় দোকান থেকে প্রায় দুই লাখ হীরের টাকার আংটি নিয়ে চম্পট দিয়েছিল দুই মহিলা ৷ পুলিশি তদন্তে ধরা পড়ল তারা ৷ দক্ষিণ কলকাতার একটি শপিং মলের ঘটনা ৷ উদ্ধার হয়েছে আংটি ৷

লালবাজার সূত্রে খবর, 22 সেপ্টেম্বর বিকেল চারটে নাগাদ শপিং মলের একটি গয়নার দোকানে যায় ওই দুই মহিলা ৷ মলের একতলায় একটি গয়নার দোকান থেকে চুরি যায় হীরে বসানো হোয়াইট গোল্ডের আংটিটি ৷ যার দাম 1 লাখ 75 হাজার টাকা ৷ দোকানের তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ চুরির তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ দোকানের ও মলের CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ দোকানের সেলস গার্লকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক দুই মহিলা ক্রেতার বিষয়টি সামনে আসে ৷ এরপর গোয়েন্দারা তাদের খোঁজ শুরু করে ৷

diamond ring
উদ্ধার হওয়া হীরের আংটি

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, গয়না দেখার সময় সেলস গার্লের অসতর্কতার সুযোগ নিয়ে আংটিটি ওই দুই মহিলার মধ্যে কোনও একজন আঙুলে পরে নিয়েছিল ৷ তারপর দু'জনে চম্পট দেয় সেখান থেকে ৷ গোয়েন্দারা নবীনা বিবি নামে একজন মহিলার সন্ধান পায় ৷ তার বাড়ি সোনারপুর থানা এলাকায় ৷ পরে দ্বিতীয় মহিলারও খোঁজ পাওয়া যায় ৷ তার নাম মমতাজ বেগম ৷ তার বাড়ি ভাঙড় থানা এলাকায় ৷ দু'জনকেই গ্রেপ্তার করে পুলিশ ৷

জেরায় নিজেদের দোষ স্বীকার করে তারা ৷ পরে নবীনার বাড়ি থেকে উদ্ধার হয় সেই আংটি ৷ আজ তাদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক 17 অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

Intro:কলকাতা, 12 সেপ্টেম্বর: আবারও কলকাতা শহরে গয়নার দোকানে হাতসাফাইয়ের ঘটনা। এবারও অভিযুক্ত মহিলা। সাউথ সিটি মলের একটি বিখ্যাত গয়না বিপন্নের দোকানে হীরের আংটি আঙুলে গলিয়ে চম্পট দেয় দুই মহিলা। ঘটনার তদন্ত ভার নেয় গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন। অবশেষে তাদের পাকড়াও করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় দু'লাখের ওই হীরের আংটি।Body:লালবাজার সূত্রের খবর, গত 22 সেপ্টেম্বর বিকেল 4 টে 4 মিনিট নাগাদ ঘটে ঘটনা। সাউথ সিটি মলের গ্রাউন্ড ফ্লোরের শপ নম্বর ২০ তে খোয়া যায় হীরের আংটি। যার মূল্য ১.৭৫ লাখ। রত্নখচিত ওই আংটিতে ব্যবহার করা হয়েছিল সাদা সোনা। আংটিটি চুরি যাওয়ায় ওই সংস্থার পক্ষ থেকে যাদবপুর থানা দায়ের করা হয় অভিযোগ। ঘটনার তদন্তভার নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। খতিয়ে দেখা হয় ওই দোকানের সমস্ত সিসিটিভি ফুটেজ। পাশাপাশি শপিংমলের সিসিটিভি ফুটেজ ও খতিয়ে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় ওই দোকানের সেলস গার্লকে। তিনি জানান দুই মহিলার কথা। সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসা তথ্য এবং নির্দিষ্ট সোর্সের ভিত্তিতে ওই দুই মহিলার খোঁজ শুরু করে পুলিশ।
Conclusion:গোয়েন্দারা জানতে পারেন, গয়না দেখার সময় এক সেলস গার্লের অসতর্কতার সুযোগ নিয়ে আংটিটি আঙ্গুলে গলিয়ে নেয় ওই দুই মহিলার একজন। তারপর তারা সাধারন ভাবেই চম্পট দেয় শপিং মল থেকে। বিস্তর খোঁজাখুঁজির পর নবীনা বিবি নামে এক মহিলার সন্ধান পায় পুলিশ। তার বাড়ি সোনারপুর থানা এলাকায়। খোঁজ পাওয়া যায় দ্বিতীয় মহিলারও। তিনি মমতাজ বেগম। থাকেন ভাঙড় থানা এলাকায়। দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করে নাই দোষ। তাদের জিজ্ঞাসাবাদের পরেই নবীনা বিবির বাড়ি থেকে উদ্ধার হয় ওই আংটি। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.