Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের

author img

By

Published : Sep 13, 2021, 6:17 PM IST

Tripura police does not give permission to abhishek banerjees road show as bjp scared, says kunal ghosh

ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি ৷ ত্রিপুরা পুলিশ (Tripura police) অভিষেকের পদযাত্রায় অনুমতি না-দেওয়ায় এই ভাষাতেই বিল্পব দেবের (Biplab Deb) সরকারকে একহাত নিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)৷

কলকাতা, 13 সেপ্টেম্বর : আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ (Tripura police)৷ 15 অর্থাৎ আগামী বুধবার অভিষেক পদযাত্রার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল ৷ কিন্তু সেই একই দিনে একই রুটে অন্য রাজনৈতিক দলের কর্মসুচি রয়েছে বলে জানিয়ে তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ ৷ বিপ্লব দেবের (Biplab Deb) সরকার ভয় পেয়েছে বলেই এই নিষেধাজ্ঞা বলে তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)৷ তিনি জানিয়েছেন, বুধবারের বদলে আগামী বৃহস্পতিবার পুর্বঘোষিত রুটেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদযাত্রা ৷

নিয়ম অনুযায়ী কর্মসুচির তিন দিন আগে আগরতলায় পদযাত্রা করার অনুমতি চেয়ে ত্রিপুরা পুলিশকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামী বুধবার দুপুর দুটোয় পদযাত্রা করতে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷ ত্রিপুরা পুলিশের দাবি, আগরতলা শহরজুড়ে ওই একই দিনে ও একই সময়ে অন্য একটি রাজনৈতিক দলের মিছিলের কর্মসুচি রয়েছে ৷ তাই আইনশৃঙ্খলা ও সুরক্ষার কথা মাথায় রেখে তৃণমূলের পদযাত্রায় অনুমতি দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন: Dada ke Bolo : ত্রিপুরায় বিজেপির ‘দাদাকে বলো’, কটাক্ষ তৃণমূলের

বিজেপি ভয় পেয়েছে বলেই অভিষেকের পদযাত্রার অনুমতি দেয়নি বলে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি টুইটে ত্রিপুরা পুলিশের চিঠিটি তুলে ধরে লিখেছেন, "অভিষেককে ভয় পেয়ে ত্রিপুরা পুলিশের 15/9 নিষেধাজ্ঞার চিঠি । কাণ্ড দেখুন । একবার লিখছে, অন্য দলকে একই রুটে অনুমতি । আরেকবার লিখছে, গোটা আগরতলা শহরেই অন্য দলকে অনুমতি । রাজনৈতিক নির্দেশে নাটক সাজালে এমনই অসঙ্গতি হয় ।"

  • অভিষেককে ভয় পেয়ে ত্রিপুরা পুলিশের 15/9 নিষেধাজ্ঞার চিঠি।
    কান্ড দেখুন।
    একবার লিখছে, অন্য দলকে একই রুটে অনুমতি।
    আরেকবার লিখছে, গোটা আগরতলা শহরেই অন্য দলকে অনুমতি।
    রাজনৈতিক নির্দেশে নাটক সাজালে এমনই অসঙ্গতি হয়। pic.twitter.com/yh1K035S1K

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?

কুণাল পরে জানান যে, পদযাত্রা হচ্ছে ৷ তবে 15 তারিখ অনুমতি না-পাওয়ায়, তা হচ্ছে তার পরের দিন ৷ টুইটে তিনি লিখেছেন, "আগরতলায় অভিষেকের পদযাত্রা 15/9-এর বদলে 16/9 হবে । পূর্বঘোষিত রুটেই হবে । চিঠি জমা পড়ে গিয়েছে । 15/9 পদযাত্রা আটকাতে বিজেপি নানা চক্রান্ত করেছে । এ সব করে অভিষেক এবং তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না । ওরা অভিষেককে ভয় পাচ্ছে ।"

  • আগরতলায় @abhishekaitc র পদযাত্রা
    15/9-এর বদলে 16/9 হবে।
    পূর্বঘোষিত রুটেই হবে।
    চিঠি জমা পড়ে গিয়েছে।
    15/9 পদযাত্রা আটকাতে বিজেপি নানা চক্রান্ত করেছে। এসব করে অভিষেক এবং @AITCofficial কে আটকানো যাবে না।
    ওরা অভিষেককে ভয় পাচ্ছে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?

অভিষেকের পদযাত্রার প্রস্তুতির জন্য রবিবার আগরতলায় বৈঠক করেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা ৷ গত 2 মাসে এই নিয়ে তৃতীয়বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.