ETV Bharat / state

Vande Bharat Express: বাংলার জন্য দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের হাওড়া থেকে পুরীর মধ্যে ট্রায়াল রান

author img

By

Published : Apr 28, 2023, 3:31 PM IST

বাংলায় এখন একটিই বন্দে ভারত এক্সপ্রেস চলে ৷ এবার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হল ৷ শুক্রবার হাওড়া থেকে পুরীর মধ্য়ে এই ট্রায়াল রান হয় ৷

Vande Bharat Express
Vande Bharat Express

কলকাতা, 28 এপ্রিল: গত বছরের শেষে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হয় বাংলায় ৷ এবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা ৷ শুক্রবার সকালে সেই ট্রেনেরই ট্রায়াল রান হল ৷ সকাল 6টা 10 মিনিটে ভারতীয় প্রযুক্তি তৈরি এই সেমি হাইস্পিড ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে৷ গন্তব্য পুরী ৷

বাংলার জন্য বরাদ্দ হওয়া প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও হয়েছিল হাওড়া স্টেশন থেকে ৷ গত বছরের শেষ থেকে ওই ট্রেন হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে চলাচল করছে ৷ ভ্রমণপিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার অন্যতম দু’টি ঠিকানা দার্জিলিং ও পুরী ৷ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত দার্জিলিংয়ে যাওয়ার জন্য পর্যটকদের কাছে সুবিধা দিয়েছে ৷ এবার পুরীতে যাওয়া আরও সময় সাশ্রয়ী হতে চলেছে বন্দে ভারতের সৌজন্যে ৷

শুক্রবার ট্রায়াল রানের মাধ্যমে সেই যাত্রাপথের সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিল রেল কর্তৃপক্ষ ৷ তারা জানিয়েছে, হাওড়া থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার ৷ 16 কোচের এই ট্রেনের সেই পথ অতিক্রম করতে সময় লেগেছে সাড়ে ছ’ঘণ্টা ৷ যাত্রাপথের বেশ কিছুটা অংশ 130 কিলোমিটার গতিবেগেই ছুটেছে এই ট্রেন ৷ ট্রেনটি হাওড়া থেকে সকাল 6টা 10 মিনিটে ছেড়ে বালাসোরে পৌঁছায় সকাল 8টা 58 মিনিটে ৷ সেখান থেকে ভদ্রক পৌঁছায় 9টা 40 মিনিটে ৷ খুরদার পর থেকে 130 কিলোমিটার গতিবেগেই ছুটেছে ওই ট্রেন ৷

বর্তমানে ধৌলি এক্সপ্রেস সাড়ে পাঁচ ঘণ্টায় ভুবনেশ্বর পৌঁছায় । আর ভুবনেশ্বর থেকে আরও 100 কিলোমিটার দূরত্ব পুরীর । ফলে ওই পথ যেতে আরও অনেকটা সময় লাগে ৷ তাই বন্দে ভারত অনেক কম সময়ে হাওড়া থেকে পুরী পৌঁছে দেবে যাত্রীদের ৷ ফলে পুরী যাওয়া আরও সহজ হতে চলেছে বাঙালি পর্যটকদের জন্য ৷

তাই আগ্রহ তৈরি হয়েছে যে কবে থেকে চলবে এই বন্দে ভারত ৷ রেলের তরফে সেই বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ৷ আগামী রবিবার এই ট্রেনের আরও একবার ট্রায়াল রান হবে ৷ তার পরই সম্ভবত ট্রেনের সূচনার দিনক্ষণ চূড়ান্ত হবে ৷ সারা দেশে যেখানেই বন্দে ভারত উদ্বোধন হয়, সেখানেই উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের ক্ষেত্রে তিনি উপস্থিত থাকতে পারেননি ৷

তবে তাঁর আসার কথা ছিল ৷ কিন্তু মা মারা যাওয়ায় তিনি সেদিন আসতে পারেননি ৷ ভার্চুয়ালি ওই ট্রেন উদ্বোধন করেন ৷ তবে এবার নিশ্চয় তিনি সশরীরে এসে ট্রেনের উদ্বোধন করতে পারেন বলে খবর ৷

আরও পড়ুন: আগামি বছরের মধ্যেই সিকিমে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, ঘোষণা রেলমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.