ETV Bharat / state

পশ্চিমী ঝঞ্ঝায় আটকে শীত, কবে ফিরবে ঠান্ডা ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 9:12 AM IST

Etv Bharat
কেমন থাকবে আজ আবহাওয়া

Weather Report of WB: ভরা পৌষেও শীতের দেখা নেই ৷ রাজ্যে এবছরের শীতভাগ্য কেমন যাবে তা খোলসা করে বলতে পারছে না হাওয়া অফিসও ৷ মনখারাপ শীতপ্রেমীদের ৷

কলকাতা, 7 জানুয়ারি: রাজ্যের শীত থমকে যাওয়ার পিছনে পশ্চিমী ঝঞ্ঝাকে দায়ী করছে আলিপুর আবহাওয়া অফিস । বুধবার পর্যন্ত তার জেরেই পারদ উর্ধ্বমুখী থাকবে । গতবছর বর্ষায় বৃষ্টির ঘাটতিতে পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা ছড়িয়ে ছিল । এবার শীতের অবাধ বিচরণেও খলনায়ক সে । জম্মু ও কাশ্মীর সংলগ্ন অঞ্চল ছাড়াও হরিয়ানার দিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ।

এই পৌষে শীত আর ডাক দেবে কি না, তা বলতে পারছে না হাওয়া অফিসও । পূর্বাভাস অনুযায়ী মালদা, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ । দার্জিলিংয়ের উপরের অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । রাজ্যের বাকি অংশের আবহাওয়া শুষ্ক থাকবে । কিন্তু কনকনে ঠান্ডা অধরাই ।

ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি উপরে অবস্থান করছে । প্রায় 18 ডিগ্রির আশেপাশে ঘুরছে পারদ । ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলায় রোদ উঠছে । শীতকালেও সেই রোদের তাপ মোটেই আরামদায়ক লাগছে না । সোয়েটার-চাদর খুলে রাখতে হচ্ছে । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষেও শীতের দেখা নেই । মাঝে দু'দিন উত্তুরে হাওয়া ঢুকে পারদ 14 ডিগ্রিতে নামিয়ে ছিল । ফের পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতেই উধাও হয়েছে ঠান্ডা ৷

পশ্চিমী ঝঞ্ঝা বাধা দেওয়ার ফলে উত্তুরে হাওয়ার বদলে দক্ষিণী হাওয়া ঢুকছে রাজ্যে । সঙ্গে জলীয় বাষ্প । সব মিলিয়ে ঠান্ডা গরমের এই পরিস্থিতির মধ্যে শরীর খারাপ হচ্ছে বেশিরভাগেরই । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ ।

রবিবারের ভোর কুয়াশা ঘেরা হলেও বেলায় রোদের দেখা মিলবে । সারাদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন :

1. ঘরে আসুন রামলালা! মন্দির প্রতিষ্ঠার দিনে সন্তান জন্মের ইচ্ছেপ্রকাশ যোগীরাজ্যের গর্ভবতীদের

2. আজ জীবনে বাধার সম্মুখীন কারা ? দেখে নিন রাশিফল

3. ইটিভি ভারতের খবরের জের, স্কুল বন্ধ করে মেলা করায় এসআইকে শো-কজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.