ETV Bharat / state

West Bengal Weather Update: মেঘলা আকাশে দক্ষিণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

author img

By

Published : Jul 2, 2023, 7:15 AM IST

Etv Bharat
আবহাওয়ার পূর্বাভাস

আকাশ মেঘলা থাকার পাশাপাশি দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে অস্বস্তি কাটবে না দক্ষিণবঙ্গে ৷ অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির সতর্কতা ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তার বক্তব্য

কলকাতা, 2 জুলাই: দক্ষিণবঙ্গে দু-এক পশলা বৃষ্টিতে ভিজবে শহর । বৃষ্টি কমে বাড়বে গরম । অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম থাকবে দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এই রেখা উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত চলে গিয়েছে । ফলে দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি ও অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । আগামী তিনদিন পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে । আগামী 48 ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কাও থাকবে । তবে দক্ষিণবঙ্গের উপরের দিকের চার-পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামিকাল সোমবারের পর তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি । উত্তরবঙ্গে আগামী কয়েকদিন অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে । আগামী দু'দিন মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।

কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা । বিকেল বা সন্ধ্যেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে । বাড়বে তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ । আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । দুই এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে মিথুনকে , বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.