ETV Bharat / state

WB Weather Update: বৃষ্টিতে জল জমার পূর্বাভাস, যানজটের আশঙ্কা তিলোত্তমায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 10:12 AM IST

Updated : Sep 14, 2023, 10:29 AM IST

বৃষ্টি হতে পারে
WB Weather Update

West Bengal Weather Report: নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাংলায় ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় ভিজছে কলকাতা এবং তার আশপাশের এলাকা। কখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। কখনও আবার হচ্ছে ঝমঝমিয়ে ৷ ভারী বা অতিভারী বৃষ্টি না হলেও রাস্তায় জল জমতে পেরে ৷ তাতে যানবাহনের গতি কমে আসবে ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । ভারী অথবা অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ ওড়িশা। ফলে তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। এই নিম্নচাপের কারণে রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তবে তাকেও ভারী বৃষ্টি বলা যায় না।

গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি চলছে। বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে রেহাই পায়নি শহর। কালো মেঘে ঢাকছে শহরের আকাশ। বুধবার যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে তা মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাব অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপর রয়েছে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাংলায় ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের আকাশ সকাল থেকেই মেঘলা। দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে।

এই বৃষ্টির প্রভাবে গত কয়েকদিনের অস্বস্তিকর গরম খানিকটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের সকালের পূর্বাভাসে বলা হয়েছে দুই 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার প্রভাবে নিচু এলাকায় জল জমার শঙ্কা রয়েছে। ইতিমধ্যে কয়েক দিন আগে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়েছে। সেই সম্ভাবনা আজও রয়েছে। ফলে যানবাহনের গতি শ্লথ হতে পারে। সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে তবে তা পরিমাণ বেশি নয়।

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর ফলে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97 শতাংশ। আজ, বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন: লক্ষ্মীবারে কেমন কাটবে প্রেমজীবন?

Last Updated :Sep 14, 2023, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.