ETV Bharat / state

TMC Slams BJP: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় বিজেপিকে আক্রমণ তৃণমূলের

author img

By

Published : May 30, 2023, 10:40 PM IST

গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা ঘটে ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় ৷ বিষয়টি নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি ৷

ETV BHarat
ফাইল ছবি

কলকাতা, 30 মে: তৃণমূলের নবজোয়ার যাত্রায় সম্প্রতি ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় হামলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ৷ অভিযোগ, কুড়মি আন্দোলনকারীরা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয় ৷ তবে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের কনভয়ে এই হামলার ঘটনায় বিজেপির হাত দেখছে তৃণমূল ৷ যদিও এই ঘটনায় কুড়মি আন্দোলনের এক প্রধান নেতা-সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তাদের স্পষ্ট বক্তব্য, সেদিনের ঘটনায় বিজেপির মদত থাকতে পারে । বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলেও দাবি তৃণমূলের ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের দাবিও করেছেন কুণাল ঘোষ ৷ তাঁর কথায়, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে কুড়মি আন্দোলনকে ব্যবহার করে হাঙ্গামা করেছে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে । হামলা করার সময় জয় শ্রীরাম, আটক হলে কুড়মি । শালবনিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে বিস্ফোরণ হয়েছিল ৷ সেই দিনের পর পুলিশি অত্যাচার হয়েছিল । কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলার পর তো সেরকম কিছু হয়নি । যারা গ্রেফতার হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন শুভেন্দু অধিকারী । কারা প্ররোচনা দিয়েছে তাদেরকে ধরতে হবে ।

আরও পড়ুন: কুড়মি বিক্ষোভকে সরাসরি গুন্ডামি আখ্যা অভিষেকের, দিলেন ব্যবস্থা নেওয়ার হুমকি

এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "একটি শ্রেণির মানুষকে ব্যবহার করা হচ্ছে । তৃণমূল কংগ্রেস কখনও কুড়মিদের বিরুদ্ধে যায় না । নবজোয়ারের মিছিলের যাত্রাপথে যা ঘটেছে একদম পূর্ব পরিকল্পিত ঘটনা । তাদের মধ্যে থেকে জয় শ্রীরাম ধ্বনি হয়েছে । বিরোধী দলনেতা আদিবাসী শ্রেণির প্রতি সন্তুষ্ট নন । বীরবাহা হাঁসদাকে জুতোর তলায় রাখেন বলেছিলেন ৷ ঘৃণার চোখে দেখেন তাঁদের ।" উল্লেখ্য, তফশিলি জনজাতি তকমা পাওয়ার দাবি নিয়ে আন্দোলন করছেন কুড়মিরা ৷ অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় কুড়মিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ওই ঘটনায় কুড়মিরা জড়িত তা তিনি বিশ্বাস করেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.