ETV Bharat / state

CEC-ECs Appointment: নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে বাদ প্রধান বিচারপতি, 'কর্তৃত্ব স্থাপনের চেষ্টা,' দাবি তৃণমূলের

author img

By

Published : Aug 10, 2023, 5:16 PM IST

CEC-ECs Appointment Panel: শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে বাদ প্রধান বিচারপতি ৷ ঘটনাকে নির্বাচন কমিশনের উপর কেন্দ্রের কর্তৃত্ব স্থাপনের প্রয়াস দেখছে রাজ্যের শাসকদল ৷

Etv Bharat
নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ প্রধান বিচারপতি

কলকাতা, 10 অগস্ট: শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে বাদ প্রধান বিচারপতি ৷ ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা ৷ তৃণমূল কংগ্রেসও এর অন্যথা নয় ৷ নিয়োগ কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার ঘটনাকে নির্বাচন কমিশনের উপর কেন্দ্রের কর্তৃত্ব স্থাপনের প্রয়াস দেখছে রাজ্যের শাসকদল ৷

নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের নির্দেশ উপেক্ষা করে সংসদে বিল আনছে কেন্দ্র। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই বিলের মাধ্যমে আসলে নির্বাচন কমিশনের উপর নিজের কর্তৃত্ব কায়েম করতে চাইছে বিজেপি। নয়া এই বিলে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে দেশের প্রধান বিচারপতির নামই থাকছে না। বদলে কেন্দ্র আনছে 'দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন অফ সার্ভিসেস অ্যান্ড টার্ম অফ অফিস) বিল, 2023 ৷ যেখানে মুখ্য নির্বাচন কমিশনার-সহ নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষমতা থাকছে দেশের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত এক মন্ত্রীর হাতে।

বিষয়টি আদৌ ভালো চোখে দেখছেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না-করলেও যতদূর জানা গিয়েছে দলীয় সাংসদদের এ ব্যাপারে তিনি সরব হওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যের শাসকদল মনে করছে এই বিল আইনে পরিণত হলে নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার নিয়ন্ত্রণ সরাসরি চলে যাবে কেন্দ্রের শাসক দলের হাতে। আর সে কারণেই তৃণমূল কংগ্রেস মনে করছে গণতান্ত্রিক কাঠামো রক্ষায় এর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর একজোট হয়ে প্রতিবাদ হওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায় এড়াতে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে বিল আনছে কেন্দ্র

বৃহস্পতিবার এ বিষয়ে ট্যুইট করেছেন করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাঁর অভিযোগ, এই বিলের মাধ্যমে নির্বাচন কমিশনের উপরে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চাইছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের আরও এক সাংসদের কথায়, ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এই কালা বিলের বিরোধিতায় বিরোধী রাজনৈতিক জোটের সঙ্গে মিলিতভাবে সংসদের দুই কক্ষেই সরব হবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে এখনও যে সমস্ত বিরোধী দলগুলি জোটের অংশ হয়নি তাদেরও নিয়ে এই বিলের বিরুদ্ধে একত্রিত করার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। এখন দেখার এই বিল নিয়ে কতটা বিরোধী হতে পারে তৃণমূল কংগ্রেস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.