ETV Bharat / state

Mahua on Women Reservation Bill: নির্বাচনে মহিলা সংরক্ষণ কার্যকর করতে মমতাই আদর্শ, বিজেপিকে কটাক্ষ মহুয়ার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 10:10 AM IST

Updated : Sep 21, 2023, 10:49 AM IST

Photo Courtesy Sansad TV
নতুন সংসদ ভবনে মহিলা সংরক্ষণ বিলের আলোচনায় মহুয়া মৈত্র

বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়েছে ৷ দিনের শেষে 454-2 ভোটে বিলটি পাশও হয়েছে ৷ বৃহস্পতিবার এই বিল নিয়ে আলোচনা হবে রাজ্যসভায়। তার আগে এই বিল নিয়ে সামাজিক মাধ্যমে সরব হলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷

নয়াদিল্লি ও কলকাতা, 21 সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বুধবার নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে এ নিয়ে আলোচনায় এই বিলকে 'বিজেপির জুমলা' বলে অভিহিত করেছেন তিনি ৷ এরপর বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) কার্যত এক সুরেই বিজেপিকে বিঁধলেন মহুয়া ৷

কৃষ্ণনগরের সাংসদ লেখেন, "নতুন বিলের 334এ ধারাটি সম্পূর্ণ মিথ্যে ৷ বিজেপি যদি সত্যি এই বিলটিকে গুরুত্ব দিয়ে থাকে, তাহলে 2024 সালের নির্বাচনেই 33 শতাংশ টিকিট মহিলাদের দেওয়া হোক ৷ এই কাজটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেই করে ফেলেছেন ৷" এখানেই গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে মহুয়া জানান, বিজেপি প্রকৃতই এই সংরক্ষণকে কার্যকর করতে চাইলে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতে হবে।

এদিন 334এ ধারা নিয়ে মহুয়া বলেন, "কবে মহিলাদের 33 শতাংশ টিকিট দেওয়ার বিষয়টি কার্যকর হবে, তা কেউ জানে না ৷" তিনি আরও জানান, এই ধারায় বলা হয়েছে, সীমানা পুনর্বিন্যাস হওয়ার পরেই এই বিলটি কার্যকর করা যাবে ৷ আর সীমানা পুনর্বিন্যাস হবে পরবর্তী জনগণনার পর ৷ তার মানে আগামী জনগণনার পরই মহিলাদের 33 শতাংশ টিকিট দেওয়ার বিষয়টি কার্যকর হবে ৷

মহুয়া এদিন লোকসভায় বলেন, "আমরা জানি না, আদৌ এই বিলটি বাস্তবায়িত হবে কি না ? আর হলেও তা কবে হবে ৷ বিজেপির দিক থেকে এর থেকে বড় ভাঁওতাবাজি আর কী হতে পারে ? 2024 সালের কথা তো দূর, 2029 সালেও এই সংরক্ষণ কার্যকর হবে কি না জানা নেই ৷"

মঙ্গলবার, 19 সেপ্টেম্বর সংসদের নতুন ভবনে (পোশাকি নাম: পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়ায়) বিশেষ অধিবেশনের সূচনা হয় ৷ এদিনই আইন মন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করেন ৷ বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক হয় ৷ তৃণমূলের লোকসভা সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্র এ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন ৷

শাসক ও বিরোধী উভয় শিবিরের আলোচনার শেষে সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যায় ৷ আজ রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হবে ৷ আলোচনার পর ভোটাভুটির ফলও কার্যত লোকসভার মতো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ লোকসভার পর রাজ্যসভায় এই বিল পাশ হলে তা যাবে রাষ্ট্রপতির কাছে ৷ দেশের প্রথম নাগরিকের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে ৷ আর তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন মহিলা সংগঠনের গত তিন দশকের লড়াই সফল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে, লোকসভায় বললেন অমিত শাহ

Last Updated :Sep 21, 2023, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.