ETV Bharat / state

Abhishek Dharna 3rd Day: দার্জিলিঙে আজ রাজ্যপালের সঙ্গে বৈঠকে তৃণমূল, কলকাতায় তৃতীয় দিনেও ধরনায় অটুট অভিষেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 12:40 PM IST

TMC leaders to meet Governor: দার্জিলিঙে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধি দল ৷ অপরদিকে, কলকাতায় তৃতীয় দিনেও ধরনা চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Dharna 3rd Day
অভিষেকের ধরনার তৃতীয় দিন

কলকাতা, 7 অক্টোবর: কলকাতার রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা আজও অব্যাহত ৷ তরুণ নেতাদের উপস্থিতিতে গান-বাজনার মধ্যে দিনে শুরু হয় ধরনার তৃতীয় দিন ৷ এ দিকে, আজই দার্জিলিং-এর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল ৷

100 দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের থেকে বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে তৃণমূলের অবস্থানের আজ তৃতীয় দিন । ধরনায় প্রথম দিন থেকেই নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ধরনা মঞ্চে আছেন মনরেগা প্রকল্পের কর্মীরা, আছেন তৃণমূল নেতা বৈশ্বনর চট্টোপাধ্যায় ও তৃণমূল ছাত্র পরিষদের একদল ছেলে-মেয়ে । আজ শনিবার গানের মাধ্যমে অবস্থানের তৃতীয় দিনের অনুষ্ঠানিক ভাবে শুরু হয় । জয়ী ব্যান্ডের সঙ্গে গলা মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরুণ তুর্কিরা আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছেন ।

Abhishek Dharna 3rd Day
অভিষেকের ধরনার তৃতীয় দিন

এ দিকে, আজই দার্জিলিং-এর রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা রয়েছে তৃণমূল নেতৃত্বের । দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে দেখা করার জন্য অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও প্রদীপ মজুমদার শনিবার দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন । 100 দিনের বকেয়া টাকা-সহ রাজ্যের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে বলে অভিযোগ করবেন তাঁরা ।

Abhishek Dharna 3rd Day
অভিষেকের ধরনার তৃতীয় দিন

আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করবেন রাজ্যপাল, অভিষেক বললেন ধরনা চলবেই

তৃণমূলের প্রতিনিধিরা যখন দার্জিলিং-এর রাজভবনে দরবার করবেন, তখন একইসঙ্গে কলকাতার রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ জারি থাকবে । কারণ অভিষেক ইতিমধ্যেই স্পষ্ট বলেছেন, "যাত্রা দীর্ঘ হতে পারে, পথ কঠিন হতে পারে, কিন্তু আমি বাংলার মানুষের সঙ্গে একসঙ্গে পথ হাঁটতে বদ্ধপরিকর । আমাদের আত্মা জ্বলছে এবং আমাদের সংকল্প অটুট । রাজ্যপাল পালিয়ে গিয়েছেন আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠের ভয়ে । তাঁর কাপুরুষতা কি আমাদের থামাবে ? কখনওই না ! আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব ।"

Abhishek Dharna 3rd Day
অভিষেকের ধরনায় তরুণ প্রজন্ম

ফলে, আজ দার্জিলিং রাজভবনের বৈঠকে মহুয়া মৈত্রদের রাজ্যপালের সঙ্গে কী কথা হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তার উপরেই নির্ভর করছে অভিষেকের কর্মসূচির পরবর্তী পদক্ষেপ ৷ প্রয়োজনে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে পারে তৃণমূল কংগ্রেস ।

100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ে সদলবলে দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ অপেক্ষার পরও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ । পরে প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলে তৃণমূল নেতৃত্বকে পুলিশ আটক করে বলে অভিযোগ ৷ তবে তাতে থেমে না গিয়ে, রাজ্যের রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্যপালের অনুপস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়ার জন্য শাসকদলকে রাজ্যের বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ৷ এরপরই রাজ্যপালের সঙ্গে দেখা না-করা পর্যন্ত রাজভবনের সামনে লাগাতার ধরনার কর্মসূচি গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.