ETV Bharat / state

Kunal on Madan Retirement: মদন ভবিষ্যতেও রাজনীতিতে থাকবেন বলে জানিয়ে দিলেন কুণাল

author img

By

Published : May 22, 2023, 8:22 PM IST

Updated : May 22, 2023, 8:46 PM IST

Kunal on Madan Retirement
Kunal on Madan Retirement

রাজনীতি থেকে অবসর নিতে চান তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র ৷ যদিও দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ভবিষ্য়েতেও মদন মিত্র রাজনীতিতেই থাকবেন ৷

কলকাতা, 22 মে: বিতর্ক যেন পিছু ছাড়ছে না কামারহাটির বিধায়কের । এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা শোনা যাচ্ছে মদন মিত্রের গলায় । তবে সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, "মদনদা রাজনীতিতে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন । এটা ওঁর জীবন দর্শনের ব্যাপার । ওঁর ইচ্ছা হতেই পারে অনেক দূরে কোনও গ্রহতে ছুটি কাটাতে যাবেন ।"

প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত হয় এসএসকেএম হাসপাতালে রোগী ভরতিকে কেন্দ্র করে । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র এক যুবককে হাসপাতালে ভরতি করাতে চেয়েও তা পারেননি । তারপর হাসপাতালকে ঘিরে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করতে থাকে শোনা যায় তাঁকে । এমনকি বাম আমল হলে তিনি এক মিনিটে রোগী ভরতি করিয়ে দিতেন বলেও জানান মদন মিত্র ৷

ঘটনাটি গত শুক্রবার রাতে ঘটেছিল ৷ পরের দিন এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাদের কথা হয়েছে ৷ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিতেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানিয়ে দেন, তাঁকে তাড়িয়ে দেওয়া হলে হোক ৷ তিনি রাজনীতি ছেড়ে দেবেন ৷ প্রয়োজনে টিউশনি করে খাবেন৷ বই লিখবেন ৷

তবে তার ঠিক দু’দিনের মাথায় আবার তিনি বলেন, "আমি অসুস্থ হলে এফএসকেএমই ভরতি হব ।" তবে এর পাশাপাশি আবার তিনি ইচ্ছাপ্রকাশ করেন রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা । তাঁর এই দোলাচল ঘিরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "মদন মিত্র একজন কালারফুল বড় ব্যাপার । আপনারা আজ দেখাবেন বিদ্রোহ-বেলাগাম । আবার কাল দেখাবেন লাগাম-দলের প্রতি অনুগত ।"

তবে এই প্রসঙ্গে কথা বলতে বলতে উঠে আসে সুব্রহ্মণ্যম স্বামীর প্রসঙ্গ । তবে কি মদন মিত্রের সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর তুলনা করছেন তৃণমূলের মুখপাত্র । সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি একবারও বলিনি । ওঁদের একজন আছেন, যার কথা পরবর্তীকালে পরিবর্তন করতে হয় । মদনদা তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার । কোথায় একটু ভুল বোঝাবুঝি হয়েছিল । আজকেই তিনি জেলার একটা কর্মসূচিতে রয়েছেন দলীয় ব্যানারে ।"

আরও পড়ুন: 'তৃণমূল আমলেও কেস খেলাম', মেডিক্যালে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মদনের

Last Updated :May 22, 2023, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.