ETV Bharat / state

Lalan Sheikh Death Case: 'পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন, এবার সিবিআইয়ের ভূমিকার জবাব দিন', বিজেপিকে কটাক্ষ কুণালের

author img

By

Published : Dec 12, 2022, 11:03 PM IST

ETV Bharat
Lalan Sheikh death

সোমবার সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুই গণহত্যাকাণ্ডে অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh Death Case) ৷ তাঁর মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাল তৃণমূল ৷ সিবিআই নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপি'কেও ৷

কলকাতা, 12 ডিসেম্বর: বগটুইকাণ্ডে (Bagtui Massacre) মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের ৷ সিবিআই দাবি করেছে, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে ৷ যদিও এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থাটিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের শাসকদল (TMC demands proper investigation in Lalan Sheikh death case) ৷

এদিন লালন শেখের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি জানান, এই মৃত্যু অত্যন্ত তাৎপর্যপূর্ণ । কেন এবং কীভাবে মৃত্যু হল লালন শেখের তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন । তিনি এও বলেন ,"লালন শেখের এই মৃত্যু কি স্বাভাবিক ? নাকি তদন্তকে প্রভাবিত করার জন্য এই ঘটনা ঘটানো হল ? গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন ।" একইসঙ্গে এই ঘটনায় তিনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকেও কাঠগড়ায় তুলেছেন ।

কুণালের কথায়, "যারা কথায় কথায় পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন, তাদের এবার সিবিআইয়ের ভূমিকার জবাব দিতে হবে । আমরা সিবিআইয়ের উপর আস্থা রাখি । অনেক যোগ্য এবং ভালো অফিসার সেখানে আছে । কিন্তু এই সিবিআইকে যখন বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে তখন তো এই প্রশ্ন উঠবেই ।"

আরও পড়ুন: সিবিআই হেফাজতে মৃত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের, আত্মহত্যা বলে দাবি কেন্দ্রীয় সংস্থার

প্রসঙ্গত, গত 4 ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় থেকে সিবিআই গ্রেফতার করে লালন শেখকে ৷ বীরভূমের বগটুই হত্যাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন এই লালন শেখ । গ্রেফতারের পর থেকেই সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ছিলেন এই লালন । ইতিমধ্যেই মৃতের পরিবার দাবি করেছে সিবিআই হেফাজতে মারধরের কারণেই মৃত্যু হয়েছে লালন শেখের (Lalan Sheikh died in CBI custody) ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি ৷ এই ঘটনায় সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূলও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.