ETV Bharat / state

State Transport Dept : তিন মাসের মধ্যে বেসরকারি বাস-মিনিবাসের কাগজের নবীকরণ হলে তবেই মিলবে সিএফ-এ ছাড়

author img

By

Published : Apr 18, 2022, 9:52 PM IST

বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রে বাড়ানো হল সিএফ-এর মেয়াদ (Transport Discount on CF)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ইন্স্য়ুরেন্স, রোড ট্যাক্স, পারমিটের নবিকরণ করিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করে তবেই সিএফ-এর জন্য গাড়ি আনা যাবে ।

Private Transport Discount on CF
বাস-মিনিবাসের কাগজের নববিকরণ হলে তবেই মিলবে সিএফ-এ ছাড়

কলকাতা, 18 এপ্রিল : বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রে বাড়ানো হল সিএফ-এর মেয়াদ (Transport Discount on CF)। আজ এমনটাই জানিয়েছে রাজ্য পরিবহন দফতর । তবে এতে যে বাসের আকাল মিটবে তেমনটা মনে করছে না বেসরকারি বাস মালিকপক্ষ । প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সার্টিফিকেট অফ ফিটনেসের নবীকরণের বকেয়া টাকার উপর যে জরিমানা ছেপেছে সেই জরিমানার পুরো টাকাটা দিতে হবে না । সেই জরিমানার টাকার উপর ছাড় দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ইন্স্য়ুরেন্স, রোড ট্যাক্স, পারমিটের নবীকরণ করিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করে তবেই সিএফ-এর জন্য আনা যাবে গাড়ি ।

আরও পড়ুন : জ্বালানি খরচ বাড়লেও ভাড়া বৃদ্ধি হয়নি, উত্তর দিনাজপুরে বন্ধ হতে পারে বেসরকারি বাস

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "গত দু'বছর বেসরকারি পরিবহন শিল্পের উপর অন্ধকার নেমে এসেছে । সঙ্গে যোগ হয়েছে জ্বালানির অগ্নিমূল্য । অর্থের অভাবে প্রয়োজনীয় কাগজপত্রের নবীকরণ হয়নি বলে হাজার হাজার বাস রাস্তায় নামতে পারছে না । শহর ও শহরতলিতে বেসরকারি বাসের অভাব । আমরা পরিবহন দফতরকে আগামী বছর পর্যন্ত রোড ট্যাক্স মুকুব করার কথা জানিয়েছিলাম । কিন্তু কোনও উত্তর পাইনি । সিএফ-এর জরিমানার উপর কিছুটা ছাড় দিয়ে আখেরে কোনও লাভ হল না । কারণ সিএফ তখনই করানো যাবে, যখন অন্যান্য কাগজপত্রের নবীকরণ হবে । আর সেই নবীকরণ করাতে যে টাকা লাগবে তা এখন বেশিরভাগ বেসরকারি বাস মালিকের নেই ।"

আরও পড়ুন : NBSTC Will Launch New Routes : লাভা-কালিংপং পর্যটনে নতুন রুট চালু করবে এনবিএসটিসি

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "এই ঘোষণায় কিছুটা স্বস্তি এল ঠিকই তবে অর্থের অভাবে বহু বাস মালিক সিএফ ও লাইসেন্স নবীকরণ করতে পারেনি আগে । অর্থের অভাব এখনও, তাই এই বিপুল অঙ্কের টাকা দিয়ে বাকি কাগজপত্র ঠিক করিয়ে তারপর সিএফ করাতে পারবেন কজন সেই বিষয়ে আমার সন্দেহ আছে । অন্যদিকে বহু বাস মালিকদের মাথার ওপর একটা বোঝা রয়েছে ।" তিনি আরও বলেন, "এর সঙ্গে আরও একটি চিন্তার বিষয় হল ব্যাঙ্ক ইন্স্য়ুরেন্স ও চক্রবৃদ্ধি হারে সুদ । এই বিষয়টি নিয়ে আমরা নানা জায়গায় চিঠি দিয়েছি । কিন্তু সেই বিষয় নিয়ে এখনও কোনও সুরাহা হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.