ETV Bharat / state

ECI Delegation in Bengal: লোকসভা ভোটের ঢাকে কাঠি! রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

author img

By

Published : Jul 23, 2023, 8:10 AM IST

Updated : Jul 23, 2023, 8:32 AM IST

ETV Bharat
লোকসভা নির্বাচন

ECI Delegation to review preparations for 2024 Lok Sabha Election: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের রেশ এখনও কাটেনি ৷ এদিকে, আগামী বছর লোকসভা ভোটের আগে রাজ্যের পরিস্থিতি দেখতে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ৷ পাশাপাশি, 1 অগস্ট থেকে ইভিএম মেশিনের পরীক্ষার কাজও শুরু হবে ৷

কলকাতায়, 23 জুলাই: পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনও ডামাডোল চলছে ৷ তারই মধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ৷ জানা গিয়েছে, 19 অগস্ট বাংলায় আসতে পারে কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের এই দলটি ৷ জাতীয় নির্বাচন কমিশনের এই দলের নেতৃত্ব দেবেন ডেপুটি কমিশনার নীতেশ ব্যাস ৷ তিনি পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনের দায়িত্বে রয়েছেন ৷

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও আরিজ আফতাব শনিবার ডিএম-দের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানে নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ বৈঠকের পর সংবাদসংস্থা পিটিআইকে এক আধিকারিক বলেন, "শনিবার প্রথম ধাপের বৈঠক হয়েছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে ৷ ভোটার তালিকার নিয়ে পুনর্বিবেচনার কথাও উঠেছে ৷ এছাড়া বিভিন্ন এলাকায় একটি সমীক্ষা করা হতে পারে ৷"

আরও পড়ুন: 'ঘর ঘর মে এক হি ডাক, মোদি যাক মোদি যাক'; বিজেপিকে বিঁধে লোকসভার ডঙ্কা বাজালেন মমতা

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 অগস্ট থেকে ইভিএম পরীক্ষার কাজ শুরু হবে ৷ এই কাজ শেষ করতে হবে 7 অগস্টের মধ্যে ৷ তিনি আরও জানিয়েছেন, রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের দল এসে সব ব্যবস্থা খতিয়ে দেখবে ৷ তার আগে প্রয়োজনীয় কাজকর্মগুলি শেষ করার লক্ষ্য রাখা হয়েছে ৷ তিনি বলেন, "আমরা 1-7 অগস্টের মধ্যে ইভিএমের পরীক্ষার প্রয়োজনীয় কাজগুলি সেরে রাখতে চাই ৷"

2024 সালের লোকসভা নির্বাচন ঘিরে বিরোধী দলগুলিও তোড়জোড় শুরু করেছে ৷ 17-18 জুলাই বেঙ্গালুরুতে কংগ্রেস, তৃণমূল-সহ 26 টি বিরোধী দলের বৈঠক হয়েছে ৷ কেন্দ্রে বিজেপিকে পরাজিত করতে 'ইন্ডিয়া' জোট গঠন করেছে দলগুলি ৷ অন্যদিকে, 18 জুলাই বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এনডিএ জোটও একটি বৈঠক করে ৷ সেখানে ছোট বড় মিলিয়ে 39টি দল উপস্থিত ছিল ৷

একই সঙ্গে শাসক ও বিরোধী জোটের অংশ হয়েছে শিবসেনা ও এনসিপির মতো দল ৷ মহারাষ্ট্রের এই দু'টি রাজনৈতিক দল এখন দ্বিধাবিভক্ত ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে থাকা শিবসেনা শিবির বিরোধী জোটে অংশ নিয়েছে ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা শিবির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বৈঠকে গিয়েছিল ৷ একই অবস্থা এনসিপিরও। দলের একটি অংশ ছিল শাসক জোটের বৈঠকে । অন্য অংশটি ছিল বিরোধীদের বৈঠকে।

এনডিএ-র বৈঠকে যোগ দেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ছিলেন এনসিপি সাংসদ প্রফুল প্যাটেলও ৷ উল্লেখ্য প্রফুল প্যাটেল এর আগে বিহারের পটনায় বিরোধী জোটের বৈঠকে হাজির ছিলেন ৷ একমাসের কিছু কম সময়ের মধ্যেই মহারাষ্ট্রের রাজনীতিতে বড়সড় পরিবর্তন হয় ৷ 2জুলাই মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি সরকারে উপ-মুখ্যমন্ত্রী হন অজিত ৷ শিবির বদল করেন প্রফুলও। তারপরই শাসক জোটের বৈঠকে দেখা যায় তাঁকে ৷ অন্যদিকে, এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার আবার বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ ৷ বিভিন্ন বিজেপি বিরোধী দলকে একছাতার তলায় আনার কাজ শুরু করেছেন তিনি। এমনই আবহে লোকসভা নির্বাচনের জন্য তৈরি হচ্ছে শাসক ও বিরোধী দু'পক্ষই।

আরও পড়ুন: 'এনডিএ-র অবিচ্ছেদ্য অংশ এনসিপি', দাবি বিদ্রোহী সাংসদ প্রফুল প্যাটেলের

Last Updated :Jul 23, 2023, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.