ETV Bharat / state

Bengal Budget 2023-24: কর্মসংস্থানমুখী, কৃষক-যুবদের বাজেট; দাবি মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Feb 15, 2023, 3:43 PM IST

Updated : Feb 15, 2023, 4:24 PM IST

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য চেষ্টা করেছে সর্ব শ্রেণির মানুষের উন্নয়নের ৷ রাজ্য বাজেট প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Budget) ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 15 ফেব্রুয়ারি: বিধানসভায় বুধবার 2023-24 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এবারের বাজেটকে কর্মসংস্থান তৈরির বাজেট, কৃষক-যুবদের বাজেট ও রাজ্যের কোটি কোটি মানুষের সুবিধার্থে তৈরি বাজেট বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee on state budget) ৷ বিধানসভায় এদিন তিনি বলেন,"এই বাজেটের ফলে রাজ্যের কোটি কোটি মানুষের কর্মসংস্থান হবে বিভিন্ন কাজের মাধ্যমে এবং কর্মসৃষ্টি করাই আমাদের কাজ ৷"

বকেয়া মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীরা যে আন্দোলন চালাচ্ছেন, সেই ক্ষোভ প্রশমনে এদিন বাজেটে 3 শতাংশ বর্ধিত হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য (WB Govt increases DA) ৷ মার্চ মাস থেকেই রাজ্য সরকারি কর্মী, শিক্ষক-অশিক্ষককর্মী ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন ৷ মুখ্যমন্ত্রী এদিন জানান, আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও রাজ্য সরকারী কর্মীদের পাশে থাকার চেষ্টা করছে ৷ তাঁর কথায়, "আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যসরকারি কর্মীরা সুযোগ সুবিধা পেয়েছেন ৷ এখানকার সরকারি কর্মীরা 10 বছরের বছরের পর ব্যাঙ্কক, মালয়েশিয়া, ভুটান শ্রীলঙ্কা, বাংলাদেশে ঘুরতে যেতে পারেন ৷"

আরও পড়ুন: রাজ্যের কর্মীরা পাবেন আরও 3% ডিএ, বাজেট পেশের সময় ঘোষণা চন্দ্রিমার

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এই মুহুর্তে রাজ্য সরকারী কর্মীদের ডিএ'র ফারাক 35 শতাংশ ৷ দ্রুত এই বকেয়া 35 শতাংশ ডিএ প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেছেন সরকারি কর্মীরা ৷ রাজ্যের এদিনের ঘোষণার পরে এই ডিএ ফারাক কমে হবে 32 শতাংশ ৷ কিন্তু খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার আরও এক দফায় 4 শতাংশ হারে মহার্ঘভাতা প্রদান করতে চলেছে বলে খবর ৷ সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক দাঁড়াবে 36 শতাংশে ৷ যদিও মুখ্যমন্ত্রীর কথায়,"কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও সীমিত ক্ষমতার মধ্যে সাধ্যমতো চেষ্টা করেছি সর্বশ্রেণীর মানুষকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ৷"

Last Updated : Feb 15, 2023, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.