ETV Bharat / state

Coal Scam Case: কয়লা কাণ্ডে জয়দেব মণ্ডল এবং গুরুপদ মাঝির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

author img

By

Published : Jul 13, 2022, 10:34 PM IST

Coal Scam Case
কয়লা কাণ্ডে জয়দেব মণ্ডল এবং গুরুপদ মাঝির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

কয়লা কাণ্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডল ও গুরুপদ মাঝির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Coal Scam Case) ৷ আসানসোল, বাঁকুড়া, রানিগঞ্জ এলাকায় তাদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ৷

কলকাতা, 13 জুলাই: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) এবার অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং গুরুপদ মাঝির বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate) । জানা গিয়েছে, জয়দেব মণ্ডলের সাড়ে 15 কোটি টাকা এবং গুরুপদ মাঝির সাত কোটি 90 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এবং রাজ্যের বাইরেও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এই দু'জনের বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ।

গত বছর সেপ্টেম্বর মাসে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির বেশ কয়েকজন সহযোগী সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল । তাদের মধ্যেই অন্যতম নাম ছিল গুরুপদ মাঝি এবং জয়দেব মণ্ডল । মূলত আসানসোল, বাঁকুড়া, রানিগঞ্জ এলাকায় তাদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা ।

আরও পড়ুন : কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা রঘুনাথপুরের এসডিপিও-র

এর আগে কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে একাধিকবার কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেই সময় তার একাধিকবার বয়ান রেকর্ড করা হয় সিবিআই-এর তরফে । কিন্তু ঠিক কত টাকার তছরূপ হয়েছে তা জানার জন্য ইডি এই ঘটনার তদন্তে নামে । এরপরেই গোয়েন্দারা হদিশ পান একাধিক কয়লা মাফিয়ার । তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা জানতে পারেন জয়দেব মণ্ডল বাম আমলে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন । পরে 2014 সালের পর বিভিন্ন ব্যবসায় হাত পাকাতে শুরু করেন জয়দেব মণ্ডল । 2011 সালে কলকাতার নিউ মার্কেট থানা এলাকা থেকে জয়দেব মণ্ডলকে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারাও গ্রেফতার করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.