ETV Bharat / state

করোনাকালে বিধিনিষেধ না মেনে চলছিল হুক্কাবার, ধৃত তিন

author img

By

Published : May 11, 2021, 9:05 PM IST

ক্রেতা সেজে সাদা পোশাকে বালিগঞ্জ থানার শরৎবোস রোডের একটি হুক্কাবারে গোপন অভিযান চালায় গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ঘটনাস্থল থেকে মোট তিনজনকে গ্রেফতার করা হয় । বাকি দুজন পালিয়ে যায় ৷

করোনাকালে বিধিনিষেধ না মেনে চলছিল হুক্কাবার
করোনাকালে বিধিনিষেধ না মেনে চলছিল হুক্কাবার

কলকাতা, 11 মে : করোনাকালে সরকারি বিধিনিষেধকে উড়িয়ে একাধিক জায়গায় চলছে বেআইনি জমায়েত, আড্ডা ৷ আবার কোথাও হুক্কা বারে চলছে রমরমিয়ে হুক্কার টান । কলকাতার একবালপুর, খিদিরপুর, ময়ুরভঞ্জ, আলিপুর সহ একাধিল প্রান্ত থেকে আসছিল এমনই অভিযোগ । এরপরই ব্যবস্থা নিল লালবাজার ।

ক্রেতা সেজে সাদা পোশাকে বালিগঞ্জ থানার শরৎবোস রোডের একটি হুক্কাবারে গোপন অভিযান চালায় গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ঘটনাস্থল থেকে মোট তিনজনকে গ্রেফতার করা হয় । বাকি দুজন পালিয়ে যায় ৷ ধৃতদের নাম, চিরঞ্জিত মাঝি, অশিত রঞ্জন রায় ও রজত কান্তিদেব । ঘটনাস্থল থেকে একাধিক হুক্কার সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

আরও পড়ুন : করোনা আক্রান্ত শিল্পীর তুলির টানে সচেতনতার বার্তা
করোনা কালে বন্ধ রয়েছে হোটেল,পানশালা, রেস্টুরেন্ট । তাও সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের একাধিক জায়গায় বেআইনি ভাবে খোলা রয়েছে হুক্কাবার। এমনই অভিযোগ পেয়েই বিগত কিছু দিন ধরে তৎপর হয়েছিল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা । এরপরই উঠে এল সাফল্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.