ETV Bharat / state

ম্যানেজারের মা কোরোনায় আক্রান্ত, বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভবানীপুর শাখা

author img

By

Published : Apr 11, 2020, 12:02 AM IST

বন্ধ ভবানীপুর শাখা
বন্ধ ভবানীপুর শাখা

ব্যাঙ্ক ম্যানেজারের মা কোরোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হল একটি শাখা ৷ ব্যাঙ্কের ওই শাখার সব কর্মীদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কলকাতা, 10 এপ্রিল : দিন কয়েক আগে এক বৃদ্ধার শরীরে দেখা যায় কোরোনার উপসর্গ । জানা যায়, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভবানীপুর শাখার ম্যানেজারের মা । তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত । তাতেই শোরগোল পড়ে যায় ব্যাঙ্কের ওই শাখায় । আপাতত ব্যাঙ্কের ভবানীপুর শাখাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ভবানীপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির শাখায় জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে । তবে সরকারিভাবে ওই ব্যাঙ্ক বন্ধের কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি । তবে সূত্রের খবর, ওই ব্যাঙ্কের ম্যানেজার সহ কর্মীদের পাঠানো হয়েছে হোম কোয়ারান্টাইনে । গ্রাহকদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত । তা ছাড়া ম্যানেজারের মায়ের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল । এর মাঝে নানা কারণে ম্যানেজারের মুখোমুখি হয়েছেন অন্য ব্যাঙ্ক কর্মীরা । আর তাতেই তৈরি হয়েছে আশঙ্কা ।

ইতিমধ্যে অ্যামেরিকায় কোরোনার প্রভাবে দু'টি ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে এসেছে । ভারতে অবশ্য তেমন কোনও খবর নেই । তবে কোরোনা আতঙ্কে ব্যাঙ্কের একটি শাখা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এরাজ্যে প্রথম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.