ETV Bharat / state

Suvendu on Assembly Chaos: রাজ্যপালকে দিয়ে মিথ্যাচার করিয়েছেন মমতা, বিধানসভায় হট্টগোল প্রসঙ্গে বললেন শুভেন্দু

author img

By

Published : Feb 8, 2023, 4:06 PM IST

Updated : Feb 8, 2023, 4:58 PM IST

সিভি আনন্দ বোসকে দিয়ে বিধানসভায় মিথ্যে বলিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ে(Suvendu Adhikari slams Mamata Banerjee on Assembly Chaos incident) ৷ বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ চলাকালীন রাজ্যপালকে বেনজির আক্রমণ প্রসঙ্গে জানালেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
বিধানসভায় হট্টগোল প্রসঙ্গে শুভেন্দু

কলকাতা, 8 ফেব্রুয়ারি: পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে তিক্ততা ভুলে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে হাত ধরাধরি করেই চলছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরস্বতী পুজোয় হাতেখড়ির মাধ্যমে বাংলা শেখাও শুরু করেছেন রাজ্যপাল ৷ বুধবার বাজেট অধিবেশনের শুরুতে সেই রাজ্যপালের ভাষণের সময়ই বিধানসভায় হট্টগোল শুরু করে বিরোধীরা ৷ পরিপ্রেক্ষিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, রাজ্যপালকে দিয়ে এদিন বিধানসভায় মিথ্যে বলিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Suvendu Adhikari slams Mamata Banerjee on Assembly Chaos incident) ৷

শুভেন্দু অধিকারী জানান, রাজ্যপালের ভাষণে এদিন রাজ্যের প্রকৃত অবস্থা প্রকাশ হয়নি ৷ বিরোধী দলনেতার দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের বিভিন্ন সমস্যা থেকে মুখ ঘুরিয়ে অহেতুক রাজ্য সরকারের স্তাবকতা করে গিয়েছিলেন ৷ পুরো ঘটনায় তাঁরা আশাহত বলেও জানান শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দুর কথায়, "রাজ্যে প্রতিদিনই বোমা-গুলি চলছে, সন্ত্রাস হচ্ছে ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ংকর ৷ অথচ রাজ্যপালকে দিয়ে বলানো হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ রাজ্যপালকে দিয়ে মিথ্যাচার করানো হচ্ছে ৷" পাশাপাশি কেন্দ্রের বকেয়া কিংবা আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রীকে এদিন তুলোধনা করেন শুভেন্দু ৷

আরও পড়ুন: রাজ্যপালকে বেনজির আক্রমণ ! বিধানসভায় বিরোধীদের নিশানায় বোস

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে যে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিতি দেন, সে ব্যাপারেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু জানান, নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানাটানি কিংবা গুরুচাঁদ ঠাকুরকে অপমান করা সেক্যুলারজিম হতে পারে না ৷

Last Updated : Feb 8, 2023, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.