ETV Bharat / state

Suvendu Remembers Dhankhar: ধনকড়ের মতো সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ বর্তমান রাজ্যপাল, মন্তব্য শুভেন্দুর

author img

By

Published : Apr 2, 2023, 11:49 AM IST

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

হাওড়া নিয়ে রাজভবনের ভূমিকায় কি খুশি নন বিরোধী দলনেতা ? সাংবাদিকদের প্রশ্নে তিনি জানালেন সংবিধান রক্ষায় বাংলার প্রাক্তন দুই রাজ্যপাল জগদীপ ধনকড় বা গোপালকৃষ্ণ গান্ধীর মতো কাজ করতে পারছেন না সি ভি আনন্দ বোস ৷

কলকাতা, 2 এপ্রিল: শিবপুরের ঘটনা ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে এই বিষয়ে কথা বলেছেন তিনি ৷ কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও ৷ হাওড়ার শিবপুরের ঘটনায় নজরদারির উদ্দেশে রাজভবনের পক্ষ থেকে একটি বিশেষ সেল গঠন করেছেন তিনি ৷ এত সবকিছুর পরেও বর্তমান রাজ্যপালের সঙ্গে প্রাক্তন রাজ্যপাল ধনকড়ের তুলনা টানলেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু অধিকারী বলেন, "এখনও সংবিধান রক্ষায় রাজ্যের দুই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় বা গোপালকৃষ্ণ গান্ধির মতো ভূমিকা পালন করতে পারছেন না বর্তমান রাজ্যপাল ৷" এতে প্রশ্ন উঠছে, তাহলে কি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের ভূমিকায় সন্তুষ্ট নয় গেরুয়া শিবির ?

প্রসঙ্গত, শনিবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁয় শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, হাওড়া-শিবপুরের ঘটনায় রাজ্যপালের পদক্ষেপ নিয়ে তাঁর মত কী ? এর উত্তরে তিনি বলেন, "আমি রাজ্যপালকে নিয়ে কিছু বলব না ৷ আমি ভারতীয় জনতা পার্টির একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী, রাজ্যের বিরোধী দলনেতা ৷ তিনি সাংবিধানিক প্রধান ৷ তাঁর কাজ পছন্দ হোক, না-হোক, তা বলার জায়গা আছে ৷ আমি এখানে কিছু বলব না ৷ শুধু বলব, পশ্চিমবঙ্গে, বিগত সময়ে দু'জন রাজ্যপালকে আমরা সংবিধান রক্ষার জন্য প্রতিবাদ করতে দেখেছি ৷ গোপালকৃষ্ণ গান্ধিকে দেখেছিলাম ৷ তিনি অন্য মার্গ দর্শনের মানুষ ৷" তিনি আরও বলেন, "আমি পশ্চিমবঙ্গের একজন ভোটার এবং নাগরিক হিসেবে বলছি, জগদীপ ধনকড়জীকে দেখেছিলাম নির্বাচনী হিংসা পরিদর্শনে কীভাবে বিএসএফের হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েছিলেন ৷ মানুষকে বাঁচানোর জন্য তিনি এই কাজ করেছিলেন ৷ বর্তমান রাজ্যপাল কী করবেন, সেটা তাঁর ব্যাপার ৷ আমি তাঁকে এ বিষয়ে কিছু বলতে পারি না ৷ এক্ষেত্রে জগদীপ ধনকড় বা গোপালকৃষ্ণ গান্ধীর মতো ভূমিকা এখনও বর্তমান রাজ্যপাল নিতে পারেননি ৷"

আরও পড়ুন: 'শিবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে', জি20-তে যোগ দিতে এসে জানালেন রাজ্যপাল

বিরোধী দলনেতার এহেন বক্তব্যের পর, রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে কি বর্তমান রাজ্যপালের ভূমিকায় খুশি নন বিরোধী দলনেতা ? সে কারণেই কি এমন মন্তব্য করলেন তিনি ? উল্লেখ্য, রামনবমীর দিন সন্ধ্যায় হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা ঘটে ৷ এরপর এই নিয়ে শাসকদল তৃণমূল এবং বিরোধী বিজেপি শিবিরের মধ্যে রীতিমতো বাগযুদ্ধ চলছে ৷ এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাওড়ার ঘটনা নিয়ে আলোচনা করেন ৷ রাজ্যপাল একটি প্রেস বিবৃতি জারি করে বলেন, "ধর্মরক্ষায় লঙ্কায় আগুন লাগিয়েছিলেন হনুমান ৷ পুলিশকে নিরপেক্ষ ও সৎ হতে হবে ৷ তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শান্তিপ্রিয় মানুষকে নিশ্চয়ই বিমুখ করবেন না ৷ মানুষকে বোকা বানাতে পারবে ভেবে যাঁরা হিংসার আশ্রয় নেন, খুব তাড়াতাড়ি তাঁরা বুঝবেন যে মূর্খের স্বর্গে বাস করছেন ৷"

এর পাশাপাশি বিবৃতিতে জানানো হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷ একইসঙ্গে এই ধরনের অপরাধমূলক ঘটনা যাতে আর না হয়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীও রাজ্যপালকে আশ্বস্ত করেছেন ৷ রাজ্যপালের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি চালাতে স্পেশাল সেল গঠন করা হয়েছে ৷ এরপর শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "যখন দেখা যাচ্ছে রাজ্যপাল তৃণমূল সরকার এবং শাসকদলকে বিব্রত করছেন, তখন তাঁরা রাজ্যপালের নামে জয়ধ্বনি দিচ্ছেন ৷ আবার যখন রাজ্যপাল সরকারের পাশে থেকে তার সহযোগিতা করছেন, তখন বিরোধী দলনেতা তাঁর বিরুদ্ধাচরণ করছেন ৷ অতএব, এই বিরোধী দল কোনও উপায়ে রাজ্যপালকে রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করতে চায় ৷ আর সেই জন্যে এই কথা বলছেন বিরোধীনেতা ৷"

আরও পড়ুন: 'হাওড়ায় পরিস্থিতি স্বাভাবিক', নবান্নে জানালেন মুখ্যসচিব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.