ETV Bharat / state

Panchayat Elections 2023: কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা শুভেন্দুর, আজই শুনানি

author img

By

Published : Jul 7, 2023, 12:00 PM IST

Updated : Jul 7, 2023, 1:54 PM IST

কলকাতা হাইকোর্টে
suvendu

পঞ্চায়েত নির্বাচনের দিন নিজের এলাকার বাইরে যেতে পারবেন না শুভেন্দু । কমিশনের নির্দেশে জেলা পুলিশের এই নোটিশের বিরোধিতা করে হাইকোর্টে পালটা মামলা শুভেন্দুর । রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে মামলা ।

কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দুর

কলকাতা, 7 জুলাই: ভোটের ঠিক 1 দিন আগে কলকাতা হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী । রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা । গতকালই রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শুভেন্দুকে নোটিশ দেয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । নোটিশ অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের দিন নিজের বুথের এলাকা অর্থাৎ নন্দীগ্রামের বাইরে যেতে পারবেন না শুভেন্দু অধিকারী । সেই নোটিশের বিরোধিতা শুধু নয় পালটা চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা । শুভেন্দুর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন তাঁর গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করছে । যা অনৈতিক। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

হাইকোর্টে চত্বরে শুক্রবারই হাজির হয়েছেন শুভেন্দু । নোটিশ পেয়ে ক্ষুব্ধ শুভেন্দু বলেন, " কোনওভাবেই এই নোটিশ কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জ দিতে পারেন না । এই নোটিশ দেওয়ার কথা এসপির । নোটিশ মেনে নেওয়া যাবে না । ইচ্ছাকৃত আমার গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে ।"

বৃহস্পতিবার বিরোধী দলনেতাকে নোটিশ পাঠিয়েছে জেলা পুলিশ । কাঁথি থানার তরফে শুভেন্দুকে নোটিশ জারি করা হয় । পঞ্চায়েত ভোটের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জেলা প্রশাসনগুলির কাছে বিশেষ বিজ্ঞপ্তি যায় । যেখানে স্পষ্ট বলা হয়, ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে ও অবাধ শান্তিপূর্ণ ভোটের উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের গতিবিধির উপর নজর রাখা হবে । সেই মর্মেই শুভেন্দু অধিকারীকে দেওয়া নোটিশে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের কথা উল্লেখ করে কাঁথি থানার পুলিশ । নোটিশ ঘিরে বৃহস্পতিবার থেকেই শুরু হয় জটিলতা । স্বাভাবিক বাবেই বিষয়টিকে সহজ ভাবে নিতে পারেননি শুভেন্দু ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন নন্দীগ্রামে নিজের বুথের এলাকাতেই থাকতে হবে শুভেন্দুকে, নোটিশ পুলিশের

কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার এসপি বদলি করার বিরোধিতা করতে দেখা যায় শুভেন্দুকে । তখনও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । প্রধান বিচারপতির বেঞ্চ শুভেন্দুর মামলা খারিজ করলেও পূর্ব মেদনীপুর জেলায় 24 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় । এদিকে, 24 ঘণ্টার কম সময়ের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট । এর মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মামলা ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিল ।

Last Updated :Jul 7, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.