ETV Bharat / state

Suvendu Sues EC: ব্যালট বাক্স লুট ও কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু অধিকারী

author img

By

Published : Jul 11, 2023, 4:17 PM IST

Suvendu Sues EC ETV BHARAT
Suvendu Sues EC

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী ৷ রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করেছেন তিনি ৷ কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার না করা-সহ একাধিক ইস্যুতে মামলা করা হয়েছে ৷

কলকাতা, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার ঠিক মতো হয়নি, এই অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের আবেদন করলেন বিরোধী দলনেতা ৷ আবেদনে শুভেন্দু অধিকারীর আইনজীবী উল্লেখ করেছেন, আদালতের নির্দেশ থাকার পরেও পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করেনি রাজ্য নির্বাচন কমিশন ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ অধীর চৌধুরীর কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে ৷ আগামিকাল অর্থাৎ, বুধবার এই মামলাগুলির শুনানি হতে পারে ৷

এ দিন আদালতে মামলা দায়ের করার অনুমতি চেয়ে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আবেদন করেন ৷ তিনি সওয়ালে বলেন, ‘‘রাজ্যের একাধিক জেলায় ব্যালট বাক্স লুট হয়েছে ৷ দুষ্কৃতীরা সেই ব্যালট বাক্সের উপর মূত্রত্যাগ করেছেন ৷ সেই সব ভিডিয়োতে দেখা গিয়েছে ৷’’ এই বক্তব্য পেশ করার সময় প্রধান বিচারপতিকে একটি ছবি দেখান শুভেন্দু আইনজীবী ৷ এ দিন ভোট পরবর্তী হিংসার অভিযোগে প্রিয়াঙ্কা টিবরেওয়ালও একটি মামলা করেছেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন জেলায় বিধানসভা ভোটের মতোই নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে ৷ রাজ্য নির্বাচন কমিশন এর জন্য সম্পূর্ণ দায়ী ৷ কাউকে না কাউকে তো এর দায় নিতে হবেই ?’’

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম দু’টি অভিযোগের প্রেক্ষিতেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মামলাটির সঙ্গেই, এইসব মামলাগুলি শোনার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ অন্যদিকে, ডায়মন্ড হারবারে গণনা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, এই অভিযোগ-সহ কমিশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন প্রাক্তন সিপিআইএম সাংসদ শমীক লাহিড়ী ৷ তিনি অধীরের দায়ের করা মামলায় পার্টি হওয়ার আবেদন করেছেন ৷

আরও পড়ুন: ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার

অন্যদিকে, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবার, আমতলা ও বিষ্ণুপুরে গণনার দিনেও সন্ত্রাস ও বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় কমিশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷ তিনি দাবি জানিয়েছেন, গণনা কেন্দ্রের বাইরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক ৷ সেখানে গণনায় অশান্তি ও কারচুপির যথাযথ প্রমাণ পাওয়া গেলে নির্বাচন বাতিল করার আবেদনও করেছেন তিনি ৷ এই সব মামলা একসঙ্গে শোনা হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.