ETV Bharat / state

Suvendu Adhikari: কেন্দ্রকে ‘ওদের’ সম্বোধন মুখ্যসচিবের, হরিকৃষ্ণকে শোকজের দাবি শুভেন্দুর

author img

By

Published : Aug 3, 2023, 3:29 PM IST

Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari Slams Bengal CS Hari Krishna Diwvedi: বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কেন্দ্রকে ওদের বলে সম্বোধন করেন ৷ বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি এই কেন্দ্রের কাছে অভিযোগ করবেন ৷ মুখ্যসচিবকে শোকজ করার আবেদন জানাবেন ৷

কলকাতা, 3 অগস্ট: প্রশাসনিক ভবনে বসে রাজনৈতিক মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷ একই সঙ্গে তিনি জানান যে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে চলেছেন ৷ মুখ্যসচিবকে শোকজ করার জন্য তিনি কেন্দ্রের কাছে দরবার করবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা ৷

কী নিয়ে বিতর্ক: বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ৷ পাশাপাশি রাজ্যের ঋণ নিয়ে অপপ্রচার চলছে বলেও দাবি করেন ৷ ঋণের বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে তিনি দায়িত্ব দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷ তিনি সেই নিয়ে বিস্তারিত বলার সময় রাজ্যের ঋণ ও কেন্দ্রের ঋণের বিষয়টি উল্লেখ করেন ৷ কেন্দ্রের সম্পর্কে বলতে গিয়ে তিনি কখনও ‘তাদের’ বা কখনও ‘ওদের’ শব্দ ব্যবহার করেন ৷ আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ আপত্তি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক

শুভেন্দু অধিকারীর কী বক্তব্য: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে এই ইস্যু নিয়ে বলতে গিয়ে তিনি প্রথমেই মনে করিয়ে দেন, ‘‘হরিকৃষ্ণ দ্বিবেদী সেন্ট্রাল ক্যাডারের আইএএস অফিসার ৷ এক্সটেনশনে আছেন ৷ আরও পাঁচমাস থাকবেন ৷ এক মাস হয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন: দিদি আগামী দিনে মুখ্যসচিবকে মন্ত্রী করবেন, কটাক্ষ অধীরের

এর পরই বিরোধী দলনেতা বলেন, ‘‘ওঁর (মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী) কাছে দিল্লিতে ভারত সরকার হচ্ছে ওদের ৷’’ শুভেন্দুর বক্তব্য, কোনও আইএসএস অফিসার এভাবে কেন্দ্রীয় সরকারকে ওদের বলতে পারে না ৷ তাই তিনি এই নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি আজকেই কেন্দ্রের ডিওপিটি সচিব, ক্যাবিনেট সচিব ও অর্থ সচিব, তিনজনের কাছে ওঁর বক্তব্যের যে ইংরেজি করেছি, এটাই দিয়ে আমি মেল করে আপত্তি জানাচ্ছি ৷ যাতে ওঁর অবসরকালীন সুবিধা আটকানো হয় ৷ ওঁকে যেন শোকজ করা হয় ৷’’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘সেন্টাল ক্যাডারের আইএএস অফিসার প্রধান প্রশাসনিক ভবনে বসে রাজনৈতিক মন্তব্য করছেন ৷ এটা দুর্ভাগ্যজনক ৷ এই সরকার যেভাবে সরকারি প্রশাসন যন্ত্রকে রাজনীতিকরণ করেছে, তাতে পশ্চিমবাংলার আগামিদিনে ভালো কিছু হতে পারে না ৷’’

একই সঙ্গে বিরোধী দলনেতা জানিয়েছেন, যে তিনি এর আগেও এই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন ৷ আগেরবার মুখ্যসচিবের বিরুদ্ধে 16 লক্ষ 44 হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ তোলার জন্য অভিযোগ করেছিলেন শুভেন্দু ৷ তিনি জানান, ভিজিল্যান্স সেই অভিযোগের তদন্ত করছে ৷

আরও পড়ুন: তৃণমূল এখন জাতও চুরি করছে, শংসাপত্র-দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

দ্বিবেদীকে নিয়ে আলাপন-বিতর্কের রেশ: 2021 সালে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়কে নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে উপস্থিত না থেকে তিনি কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসেন, বিতর্ক হয়েছিল তা নিয়েই ৷ সেই কারণে মুখ্যসচিব হিসেবে কেন্দ্র তাঁকে এক্সটেশন দিয়েও ডেপুটেশনে দিল্লিতে ডেকে পাঠায় ৷ আলাপন অবশ্য এক্সটেনশন না নিয়েও অবসর নিয়ে নেন ৷ পরে তাঁর বিরুদ্ধে অবশ্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় দিল্লির তরফে ৷

এক্ষেত্রেও কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ করা হবে কি না, সেই বিষয়টি দেখার অপেক্ষায় রইল বঙ্গ রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.