ETV Bharat / state

Suvendu Adhikari: কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, রাজ্যে ভুয়ো জবকার্ড ইস্যুতে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 6:57 PM IST

Updated : Oct 3, 2023, 7:09 PM IST

ETV Bharat
শুভেন্দু অধিকারী

রাজ্যে একশো দিনের কাজ প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, তা নিয়ে সিবিআই ও সিএজি তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর ৷ এদিন দিল্লিতে তিনি দেখা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরাঞ্জন জ্যোতির সঙ্গেও ৷

নয়াদিল্লি, 3 অক্টোবর: "গত 9-10 বছরে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে (এমএনআরইজিএ) পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে ৷ কেন্দ্রের পাঠানো প্রায় 54 হাজার কোটি টাকার মধ্যে এই ভুয়ো জব কার্ডগুলির মাধ্যমে 4-5 হাজার কোটি টাকা লুট করা হয়েছে ৷ সিবিআই তদন্ত হওয়া উচিত এই দুর্নীতির জন্য ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলায় একশো দিনের কাজ প্রকল্পের এই দুর্নীতির বিষয়ে তদন্ত করে স্পেশাল ক্যাগ রিপোর্ট দেওয়া উচিত ৷" মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরাঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার পর এই দাবিই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

  • #WATCH | Delhi | West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari says, "In West Bengal, more than 1 crore fake job cards were generated. In the last 9-10 years, Rs 54,100 crores were provided by the Central Govt and out of this Rs 4,000-5,000 Crores were taken away by the fake job… pic.twitter.com/0OA9HJCII0

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দু এদিন আরও জানান, রাজ্যে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাক তা তাঁরা চাননা ৷ কিন্তু আইন মেনে এই ভুয়ো জবকার্ডকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের তরফে রাজ্যে বিশেষ যে দল পাঠানো হয়েছিল, তারাও দুর্নীতির প্রমাণ পেয়েছে বলে দাবি শুভেন্দুর ৷

  • Delhi | West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari met Union Minister Sadhvi Niranjan Jyoti today and gave her a memorandum requesting for investigation by a Central Agency to unearth the "massive embezzlement of Central Government Funds to the tune of Rs 7929 Crores through Fake… https://t.co/RXk5O2igdH pic.twitter.com/Qg61oyQXmg

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বৃষ্টিতে ভিজে, পথে বসে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা প্রকল্প-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া পাওয়া আদায়ে দিল্লিতে তৃণমূলের বিক্ষোভের এদিন ছিল দ্বিতীয় দিন ৷ এদিন যন্তর মন্তরে এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনাও দেন তৃণমূল সাংসদ, বিধায়ক, নেতা-কর্মীরা ৷ ধরনা শেষে এদিন কৃষিভবনে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরাঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে তৃণমূলের এক প্রতিনিধি দল ৷

তার আগে এদিন কৃষিভবনে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে আসেন শুভেন্দু অধিকারী ৷ এই দুর্নীতি ইস্যুতে মন্ত্রীর কাছেও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানান শুভেন্দু ৷ তার আগে এদিন বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করেও দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নেন বিরোধী দলনেতা ৷ বিভিন্ন তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, গত কয়েক বছরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে কয়েক হাজার কোটি টাকা লুট হয়েছে ৷

Last Updated :Oct 3, 2023, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.