ETV Bharat / state

Suvendu Slams TMC: অতিরিক্ত সুবিধা ভোগ করছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অভিযোগ শুভেন্দুর

author img

By

Published : Jan 24, 2023, 11:03 PM IST

ETV Bharat
শুভেন্দু অধিকারী

একাধিক বিষয়ে ফের রাজ্যকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর ৷ মঙ্গলবার তিনি অভিযোগ এনেছেন রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধেও (Suvendu Adhikari on CS) ৷

কলকাতা, 24 জানুয়ারি: অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে মঙ্গলবার সরকারি কর্মচারী পর্ষদের তরফে নিউ সেক্রেটেরিয়েট বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় । এই সভায় যোগ দিয়ে রাজ্যের বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের কড়া সমালোচনা করেন ৷ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও এদিন বিঁধেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari comments on Chief Secretary) ৷ তিনি বলেন,"হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই তিন তিনটি সরকারি আবাসন উপভোগ করছেন । আসলে বড় বেনিফিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো ৷ আর ছোটখাটো বেনিফিট নিয়েছেন মুখ্যসচিব ।" রাজ্যের বিরোধী দলনেতার কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্মের যিনি নিত্যদিনের সঙ্গী সেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি তিনটি সরকারি আবাসন উপভোগ করছেন । পাশাপাশি বাড়তি অর্থও নিচ্ছেন । আমি আজ তাঁকে চিঠি দিয়েছি । আমি সাত দিন সময় দিয়েছি, অষ্টমদিনে আমি আদালতের দ্বারস্থ হব। "

আরও পড়ুন: লালবাজারে গিয়েও নওশাদ সিদ্দিকীর দেখা পেলেন না সুজন, উগড়ে দিলেন ক্ষোভ

শুভেন্দু এদিন জানান, তৃণমূল সরকার রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না । সরকার হলফনামা দিয়ে কখনও বলছে ডিএ বাকি নেই আবার কখনও বলছে ডিএ দিতে হলে দেউলিয়া হয়ে যাবে সরকার । রাজ্যের কোষাগার থেকে এখনও পর্যন্ত 50 কোটি টাকা দিয়ে আইনজীবীদের পারিশ্রমিক মেটানো হয়ছে । মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এদিন শুভেন্দু বলেন, "লজ্জা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার । আর কিছু তাবেদার ডব্লিউবিসিএস অধিকারিদের আলাদা ভাতা দেওয়া হয় ।"

নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারির প্রতিবাদে বুধবার আইএসএফ শিয়ালদা থেকে মহামিছিলের ডাক দিয়েছে । এই বিষয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বিধায়কের উপর যে হামলা হয়েছে তার আমরা নিন্দা করি । গণতান্ত্রিক পরিবেশে যে কোন রাজনৈতিক দল শান্তি-শৃঙ্খলার বজায় রেখে আইন মেনে মিটিং, মিছিল করতে পারে ৷ এটা তাদের অধিকার । কিন্তু এরাজ্যে তৃণমূল ছাড়া আর কারও এই সুযোগ নেই বলে তাদের কোর্টে যেতে হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.