ETV Bharat / state

Panchayat Election 2023: বর্ধমানের হোটেলে মন্ত্রী অরূপের সঙ্গে বৈঠকে পুলিশকর্তা, টুইটে দাবি শুভেন্দুর

author img

By

Published : Jun 15, 2023, 7:13 AM IST

পূর্ব বর্ধমানের একটি হোটেলে রাতে আলোচনায় বসেছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ সঙ্গে তৃণমূলের দুই বিধায়ক ৷ এছাড়া সাধারণ পোশাকে হাজির পুলিশ সুপার কামনাশিস সেন ৷ ভোট লুটের পরিকল্পনা চলছে, দাবি শুভেন্দু অধিকারীর ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

কলকাতা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জম দেওয়ার শেষ দিন আজ ৷ তার আগে বুধবার গভীর রাতে শাসকদলের বৈঠক নিয়ে টুইট করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রাত সাড়ে বারোটা নাগাদ সামাজিক মাধ্যমে তিনি জানান, বর্ধমানের একটি হোটেলে এখন তৃণমূলের নেতা-মন্ত্রীদের মধ্যে বৈঠক চলছে ৷ সেখানে উপস্থিত পুলিশকর্তাও ৷

মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে এই বৈঠকে রয়েছেন তৃণমূল বিধায়ক খোকন দাস, পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৷ ওই হোটেলের রুম নম্বরটিও উল্লেখ করেন বিজেপি নেতা ৷ শুভেন্দুর দাবি, এই বৈঠকে শাসকদলের মন্ত্রী-বিধায়কদের সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমানেরল পুলিশ সুপার কামনাশিস সেন ৷ তিনি পুলিশি পোশাকে নেই । বৈঠকে যোগ দিয়েছেন সাধারণ পোশাকে ৷ বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে পুলিশকর্তার এই আলোচনার উদ্দেশ্যে ভোট লুটের পরিকল্পনা করা ৷ পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমানে পুলিশের সাহায্যে ভোট লুটের ছক কষছে তৃণমূল ৷

  • At this very moment a meeting is going on between Minister Aroop Biswas, TMC MLA Khokan Das; Purba Bardhaman District TMC President & MLA Rabindranath Chatterjee in Room No 121 of Hotel Sinclairs Burdwan.
    The agenda is how to loot votes & rig upcoming Panchayat Elections in Purba…

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নতুনদের উপর ভরসা তৃণমূলের, জলপাইগুড়ি জেলা পরিষদে 17টি আসনে নয়া মুখ

পঞ্চায়েত নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রণক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ৷ এর আগে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন ৷ পাশাপাশি 9-15 জুন মাত্র 6 দিনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি ও কংগ্রেস, দুই শাসক-বিরোধী দল ৷ যদিও কলকাতা হাইকোর্ট এই সময়সীমা নিয়ে হস্তক্ষেপ করবে না বলেই জানিয়ে দিয়েছে ৷

2018 সালে পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা ঘটেছিল ৷ তাতে নিরাপত্তা নিয়ে বিজেপি, কংগ্রেস ও সিপিএম তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল ৷ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর উপর জোর দিয়েছিল ৷ এর বিরোধিতা করেছে গেরুয়া শিবির থেকে শুরু করে কংগ্রেস এবং সিপিএম ৷

এই নির্বাচন যেন কোনওভাবে রক্তাক্ত না হয়ে ওঠে, তার জন্য আদালতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের আবেদন জানিয়েছিল বিজেপি ও কংগ্রেস ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিতে হবে ৷ বুথগুলিতে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভির ব্যবস্থাও করতে বলা হয়েছে ৷ এর মধ্য়েই গত দু'দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে সুফিয়ান প্রার্থী হতেই দলীয় কার্যালয়ে তালা ঝোলাল তৃণমূলই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.