ETV Bharat / state

Suvendu Adhikari:'সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করছে তৃণমূল', কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার আর্জি শুভেন্দুর

author img

By

Published : Jan 8, 2023, 6:14 PM IST

ETV Bharat
শুভেন্দু অধিকারী

রবিবার একাধিক টুইট করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari tweet on Sundarbans mangrove forests) ৷

কলকাতা, 8 জানুয়ারি: ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এবার তাঁর হাতিয়ার সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হওয়ার ইস্যু (mangrove forests Sundarbans) ৷ এই বিষয়ে একটি ভিডিয়ো ও একাধিক টুইট করে তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু ৷ কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে তিনি আবেদন জানিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ৷

রবিবার এই বিষয়টি নিয়ে পরপর বেশকয়েকটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, "সুন্দরবন একটি ওয়ার্ল্ড হেরিটেজ ৷ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এখানে ৷ পরিবেশ রক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্যের ভূমিকা ৷ রাজ্যের উপকূলভাগকে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাতে প্রথম প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে কাজ করে এই অরণ্য ৷ রাজ্য দাবি করছে 5 কোটি ম্যানগ্রোফ বসানোর ৷ কিন্তু বাস্তবে রাজ্যের শাসকদলের নেতারা বাণিজ্যিক লাভের আশায় এই অরণ্য ধ্বংস করছে ৷"

  • I urge the Union Minister of Environment, Forest & Climate Change; Shri @byadavbjp Ji to kindly take cognizance of this matter of grave importance & take appropriate action.@moefcc@GeologyIndia @chief_west

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'শহিদের রক্তে নিজের কেরিয়ার গড়েছেন শুভেন্দু !' নন্দীগ্রামে তোপ কুণালের

অন্য একটি টুইটে কোন কোন এলাকায় ম্যানগ্রোভ অরণ্যের এই ধ্বংস যজ্ঞ চলছে তাও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari tweet on Sundarbans mangrove forests) ৷ করেছেন কয়েকজন তৃণমূল নেতার নামও ৷ রাজ্যের বিরোধী দলনেতার দাবি, বেআইনিভাবে মাছ চাষের পুকুর খননের নামে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মুরোখালি এলাকায় প্রায় 600 একর ধ্বংস করা হয়েছে (Suvendu Adhikari tweets) ৷ টুইটে আটজন ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, মূলত এই ব্যক্তিরাই ওই অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের জন্য দায়ী ৷

এই সংক্রান্ত অন্য একটি টুইটে শুভেন্দু কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে অনুরোধ করেছেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে ৷ এই টুইটে তিনি ট্যাগ করেছেন রাজ্যের মুখ্যসচিব, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রককে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.