ETV Bharat / state

Mamata Banerjee: রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটির মেয়াদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : May 31, 2023, 4:47 PM IST

Updated : May 31, 2023, 5:25 PM IST

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটির মেয়াদ ৷ একই সঙ্গে, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি বাড়াতো আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

কলকাতা, 31 মে: রাজ্যে গরমের ছুটির মেয়াদ বাড়ল ৷ পাঁচ এবং সাত জুন পর্যন্ত যেখানে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ছিল, সেখানে দিনদশেকের ছুটি বাড়াল রাজ্য সরকার ৷ একইসঙ্গে, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও ছুটি বাড়ানোর জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্য়ের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ 5 জুন পর্যন্ত ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছুটির মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন ৷ মুখ্যমন্ত্রী জানান, তাপপ্রবাহ চলছে ৷ সেইসঙ্গে, আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে ৷ এই অবস্থায় সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এর আগে রাজ্যে স্কুল খোলার বিষয়ে উচ্চ শিক্ষা দফতর থেকে ঘোষণা করা হয় ৷ সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী 5 জুন মাধ্যমিক স্তরের এবং 7 জুন প্রথমিক স্কুলগুলি খোলা হবে ৷ যা নিয়ে শিক্ষা মহলে ব্যাপক জল্পনা শুরু হয়ে যায় ৷ এখনও গরম কমেনি, উপরন্তু আবহাওয়া দফতর তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে ৷ সুতরাং গরম যে আগামী কয়েকদিনে আরও বাড়বে তা নিশ্চিত ৷ তার মাঝেই আচমকা স্কুল খোলার বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয় ৷ এরপরই বুধবার সেই বিজ্ঞপ্তি কার্যত খারিজ করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ এদিন নবান্নে একটি বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, পূর্ব ঘোষণা অনুযায়ী এখনই খুলছে না রাজ্যের স্কুলগুলি ৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাপপ্রবাহের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরিবর্তে আরও 10 দিন বাড়ানো হয়েছে রাজ্যে গরমের ছুটির মেয়াদ ৷

আরও পড়ুন: দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে রাজপথে মমতা

প্রসঙ্গত, চলতি বছর গরমের ছুটি পড়ার কথা ছিল 14 মে থেকে ৷ কিন্তু সেই ছুটি এগিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী ৷ প্রথমে এক সপ্তাহের জন্য তিনি ছুটি ঘোষণা করেছিলেন ৷ পরে অবশ্য স্কুল শিক্ষা দফতর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, 14 নয়, গরমের ছুটি পড়বে 2 মে থেকে ৷ কিন্তু কতদিনের জন্য গরমের ছুটি থাকবে সে বিষয়ে কিছুই নির্ধারিত ছিল না ৷ হিসাব অনুযায়ী জুন মাসের 4 তারিখ গরমের ছুটি শেষ হয়ে গেলে স্কুল খোলার কথা ছিল ৷ তবে সেক্ষেত্রে স্কুল কবে খোলা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি শিক্ষা দফতর ৷ শেষে অবশ্য পাঁচ এবং সাত জুন স্কুল খোলা হবে বলে জানালেও, মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন এখনই খুলছে না স্কুল ৷

Last Updated : May 31, 2023, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.