ETV Bharat / state

Sukanta Slams TMC: বিজেপিতে যোগ দেওয়ায় দণ্ডবৎ পরিক্রমার শাস্তি তৃণমূলের ! দাবি সুকান্তর

author img

By

Published : Apr 8, 2023, 8:46 AM IST

Updated : Apr 8, 2023, 9:11 AM IST

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার

রামনবমীতে অশান্তির ঘটনা ঘটেছে ৷ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হনুমান জয়ন্তী পালিত হয়েছে রাজ্যে ৷ এমনই আবহে এবার তৃণমূলের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়কে অসম্মানের অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার ৷ বিজেপির রাজ্য সভাপতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

কলকাতা ও দক্ষিণ দিনাজপুর, 8 এপ্রিল: রামনবমীর দিনে অশান্তির ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি ৷ হনুমানজয়ন্তীর দিন রাজ্যজুড়ে রাজ্য পুলিশের বিশাল বাহিনী ছিল ৷ পাশাপাশি তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল কলকাতা, হাওড়া, হুগলিতে ৷ সেদিন অশান্তির ঘটনা ঘটেনি ৷ থমথমে রাজনৈতিক পরিস্থিতির মাঝে ভিডিয়ো পোস্ট করে নতুন বিতর্ক উসকে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনেন সুকান্ত। তাঁর দাবি, তৃণমূল আদিবাসীদের সম্মান করতে জানে না ৷ তাঁর এই দাবির সমর্থনে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন সুকান্ত ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

  • TMC has time and again insulted tribal people. This takes it even higher. This is highly condemnable. We firmly stand with our karyakartas and will do everything to protect them.

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনজন মহিলা রাস্তায় দণ্ডি কাটছেন ৷ পাশ দিয়ে বাইক, গাড়ি চলে যাচ্ছে ৷ এই ভিডিয়ো পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, তফশিলি উপজাতির চারজনকে জোরজবরদস্তি বিজেপি থেকে তৃণমূলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর তাঁদের মাটিতে দণ্ডি কাটার শাস্তি দেওয়া হয়েছে ৷ সুকান্ত লেখেন, "মারটিনা কিসকু, শিউলি মারদি, ঠাকরান সোরেন এবং মালতী মুর্মু- এঁরা তপনের গোফানগরে থাকেন ৷ গতকাল (বৃহস্পতিবার) তাঁরা বিজেপিতে যোগ দেন ৷ তাঁরা তফশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত ৷" এরপর তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে লেখেন, "আজ তৃণমূলের গুন্ডারা তাঁদের তৃণমূলে ফিরতে বাধ্য করেছে এবং দণ্ডবৎ পরিক্রমা করার শাস্তি দিয়েছে ৷"

এরপর আদিবাসী সম্প্রদায়কে অপমান করার প্রসঙ্গটি তুলে আরেকটি টুইট করেন বিজেপির লোকসভা সাংসদ ৷ সুকান্ত লেখেন, "তৃণমূল ফের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অপমান করেছে ৷ এবার তা আগের থেকে আরও বেশি ৷ এটা অত্যন্ত নিন্দনীয় ৷ আমরা আমাদের কার্যকর্তাদের সঙ্গে আছি ৷ তাঁদের রক্ষা করতে আমাদের যা করা দরকার, সব করব ৷" এর আগে রামনবমীর দিন হাওড়ার শিবপুর, ডালখোলায় অশান্তির ঘটনা ঘটে ৷ বিজেপির বিরুদ্ধে শাসকদল অভিযোগ করে, তারা ইচ্ছাকৃত রুট পরিবর্তন করে মিছিল করেছে ৷ বিজেপিও তৃণমূলকে এই অশান্তির ঘটনার জন্য পালটা দায়ী করে ৷ সেই আবহাওয়া খানিকটা শান্ত হয়েছে ৷ এরই মধ্যে নতুন বিতর্ক উসকে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি ডাকাতদের রাজা, কটাক্ষ অখিল গিরির

Last Updated :Apr 8, 2023, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.