ETV Bharat / state

Sukanta Daughter Hate Khori: নিজে বাগদেবীর পুজো করে মেয়ের হাতে খড়ি দিলেন সুকান্ত, প্রার্থনা বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্য

author img

By

Published : Jan 26, 2023, 4:20 PM IST

Updated : Jan 26, 2023, 5:57 PM IST

Sukanta Daughter Hate Khori  ETV bharat
মেয়ের হাতে খড়ি দিলেন সুকান্ত

বালুরঘাটের বাড়িতে নিজে বাগদেবীর পুজো (Sukanta Majumdar News) করে মেয়ের হাতে খড়ি দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Daughter Hate Khori)৷ তাঁর মেয়ের জন্য উপহার পাঠিয়েছেন রাজ্যপাল ৷

মেয়ের হাতে খড়ি দিলেন সুকান্ত

কলকাতা, 26 জানুয়ারি: অন্যান্য দিন থাকে রাজনৈতিক ব্যস্ততা ৷ তবে আজকের দিনটা পরিবারের সঙ্গে বাগদেবীর আরাধনায় মাতলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Daughter Hate Khori)৷ নিজে হাতে পুজো সেরে হাতে খড়ি দিলেন তাঁর ছোট কন্যার (Saraswati Puja 2023)৷ এ ছাড়াও বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্য তিনি সরস্বতীর কাছে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar News)৷

বছরের বাকি দিনগুলো চূড়ান্ত কর্মব্যস্ততা এবং বিভিন্ন রাজনৈতিক কাজকর্মের মধ্যে কাটলেও আজ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদারকে পাওয়া গেল কিছুটা অন্য মেজাজে । আজ ছিল তাঁর ছোট মেয়ের হাতেখড়ি । বছর দুয়েকের একরত্তি কন্যা বাসন্তী রঙের শাড়ি পরে তৈরি হয়ে ছিল (Hate Khori on Saraswati Puja)৷ সকাল থেকেই মেয়েকে ঘিরে বাড়িতে চলেছে পুজো প্রস্তুতি । ছোট্ট মেয়ে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরে দেখে পুজোর খুঁটিনাটি ।

গতকাল পর্যন্ত ছিল ঠাসা দলীয় কর্মসূচি ৷ সে সব মিটিয়ে গতকাল রাতেই বালুরঘাটে নিজের বাড়িতে ফেরেন সুকান্ত মজুমদার । আজ আবার নিজের এলাকায় বেশ কয়েকটি স্কুলে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ রয়েছে তাঁর । তারই ফাঁকে সকাল সকল মেয়ের হাতেখড়ি দেওয়ার পালা শেষ হল ।এ বছরও তিনি নিজেই নিজের বাড়ির পুজোর পৌরহিত্য করেন । মেয়েকে নিজেই হাতেখড়ি দিলেন সুকান্ত । স্লেটের উপর চক দিয়ে বাবার হাত ধরে ছোট কন্যে লিখল 'A', 'অ' । আজ থেকে শুরু হয়ে গেল তার পড়াশোনা ।

এ দিন সুকান্ত বলেন, "আমি বরাবরই নিজের বাড়ির পুজো নিজেই করে থাকি ৷ আজ মায়ের কাছে বললাম, বিদ্যা দিন বুদ্ধি দিন এবং যাঁদের দুর্বুদ্ধি রয়েছে মা তাঁদেরকেও আশীর্বাদ করুন ৷ সেইসব যোগ্য ছাত্রছাত্রীদের আশীর্বাদ করুন যাঁরা পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্য হওয়া সত্ত্বেও রাস্তার ধারে পড়ে রয়েছেন দিনের পর দিন । আজ তাঁরা সরস্বতী পুজো করতে পারছেন না ৷ তাঁদের আজ শিক্ষক-শিক্ষিকা হওয়ার কথা ছিল ৷ কিন্তু তাঁরা সেটা পারছেন না ৷ মা তাঁদের যোগ্য জায়গা পাইয়ে দিন ।"

আরও পড়ুন: রাজ্যপালের হাতে খড়ি নিয়ে মতভেদ বিজেপিতে, গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের

বাড়ির পুজো নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, "আমি আমার বাড়ির পুজো নিজেই করার চেষ্টা করি ৷ যখন ছোট ছিলাম, তখন মা আমার পাশে বসে থাকতেন ৷ আমাকে মন্ত্র বলতেন ৷ আর আমি তাঁরটা শুনে শুনে সেই মন্ত্রগুলি আবার উচ্চারণ করতাম ৷ আজকে আমার ছোট মেয়ের হাতেখড়ি । তাই শত কাজ থাকা সত্ত্বেও নিজেকে ফাঁকা করে পুজোয় চলে এসেছি । আজকে আমার স্ত্রীয়ের স্কুলে আমাকে আমন্ত্রণ করা হয়েছে । সেখানে যাব । ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলব ।"

সুকান্ত মজুমদারের মেয়ের হাতে খড়ির জন্য তাকে উপহার পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবন থেকে আসা উপহারের বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "আমার মেয়ের হাতে খড়ি জানতে পেরে রাজ্যপাল শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন । আমি মনে করি এটা আমার মেয়ের জন্য আশীর্বাদ । কারণ তিনি নিজেই খুব পণ্ডিত ব্যক্তি । তিনি দেশের সর্বোচ্চ পদে চাকরি করেছেন, একজন আইএএস আধিকারিক ছিলেন । তাই আমি মনে করব তাঁর আশীর্বাদে আমার মেয়ে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে ।"

অন্যদিকে, আজ রাজভবনে বাংলায় হাতেখড়ি হবে রাজ্যপাল সিভি অনন্দ বোসের । সকল সকাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতীকী হাতেখড়ি হয় তৃণমূল নেতা মদন মিত্রেরও ।

Last Updated :Jan 26, 2023, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.