ETV Bharat / state

Sudip-Tapas Conflict: বিজয়া সম্মিলনীতে মমতার কাছাকাছি সুদীপ, অস্বস্তি আরও বাড়ালেন তাপস

author img

By

Published : Oct 14, 2022, 7:37 AM IST

Updated : Oct 14, 2022, 11:51 AM IST

TMC Bijoya Sammilani
ETV Bharat

বৃহস্পতিবার ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ৷ সুদীপ বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে শুভেন্দুর দেখা হওয়া নিয়ে দলের মধ্যে মতবিরোধ বাড়লেও মমতার কাছাকাছি ছিলেন সুদীপ (Sudip Banerjee close to Mamata Banerjee) ৷

কলকাতা, 14 অক্টোবর: ভবানীপুরের বিজয়া সম্মিলনী । সেখানে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও আরও অনেক তাবড় তৃণমূল নেতা-নেত্রীরা ৷ এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়-তাপস রায় বিতর্কে ঘাসফুলের অন্দরের অশান্তি প্রকাশ্যে চলে এসেছে ৷ কিন্তু বৃহস্পতিবার মঞ্চে সুদীপকে তৃণমূল সুপ্রিমোর পাশেই দেখা গেল ৷ লোকসভা সাংসদের গলায় নেত্রীর দরাজ প্রশংসাও শোনা গেল (Sudip Banerjee and Tapas Roy Conflict) ৷

শুধু তাই নয়, সুদীপ-স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন । আর দলনেত্রী তাঁকে কোনও বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন । সুদীপ-তাপস বিবাদের মাঝে এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ । এর মাঝেও কাহানি মে টুইস্ট ! উত্তীর্ণে এই দৃশ্যের পাশাপাশি বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি তাপস রায় । নাম না করে আবারও আক্রমণ করলেন দলের লোকসভা সাংসদকে । এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো এ নিয়ে কোনও মন্তব্য করেননি ৷ তবে উত্তর কলকাতায় দুই শীর্ষ নেতার মনোমালিন্য অস্বস্তিতে ফেলছে ঘাসফুলকে ।

Sudip-Tapas Conflict
মমতার সঙ্গে কথা বলছেন সুদীপ-জায়া নয়না

বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সোজাসাপটা অভিযোগ করেন তাপস রায় । তিনি বলেন, "শব্দ ব্রহ্ম । যা একবার বলেছি, তা ফিরিয়ে নিতে পারি না । আগের বক্তব্য থেকে সরছি না ।" প্রবীণ বিধায়ক তথা বিধানসভার উপ-মুখ্যসচেতক আরও বলেন, "সুদীপ কি দলের ঊর্ধ্বে নাকি ? কেউ দলের ক্ষতি করছেন । তারপরেও সব চুপ করে মেনে নেওয়া ঠিক হবে না । সহ্যেরও একটা সীমা আছে । দল সব জানে । সবসময় আমি কথা বলি না । আর বললে তা ফিরিয়ে নিই না । অন্য দলের সঙ্গে সখ্যে মমতা ও দলের ক্ষতি হচ্ছে । সবাই যদি এভাবে বিজেপি, সিপিএম আর কংগ্রেসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং সখ্য রাখে, সৌজন্য দেখায়, পুজোর অনুষ্ঠানে যায়, সেটা কি ঠিক হবে ? দল কি তার অনুমোদন দেবে ?"

আরও পড়ুন: ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, কুণাল গেলেন তাপসের বাড়ি, বিতর্ক জিইয়ে সুদীপ বললেন,'নো কমেন্টস'

তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের মধ্যেই বৃহস্পতিবার সুদীপ-সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি জানান যে, আমন্ত্রিতদের তালিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, সেটা তথ্য তাঁর কাছে ছিল ৷ তবে তমোঘ্নর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে অন্য কারও সাক্ষাৎ হয়নি ।

এদিন সুদীপ ইস্যুতে তাপস রায়ের পক্ষে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় । দমদমের সাংসদের কথায়, "দলে থেকে এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে কর্মী-সমর্থকদের মনে আঘাত লাগে । তাই তো আমি নিজের দাদার বাড়িতেও কয়েক বছর ধরে যাই না । কারণ তিনি বিজেপি করেন ।" প্রসঙ্গত, সৌগতর দাদা তথাগত রায় । তিনি রাজ্যের পরিচিত বিজেপি নেতা । রাজ্য বিজেপির সভাপতি ছিলেন । মোদী জমানায় ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন । সৌগতর কথায়, "কয়েক বছর হয়ে গেল, আমি আমি নিজের দাদার বাড়িতে যাই না । কারণ তিনি বিজেপি করেন । তা বলে দাদার সঙ্গে আমার সম্পর্ক খারাপ এমনটাও নয় । ওঁর বাড়িতে গেলে ভুল বার্তা যেতে পারে । তাই এক দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ না রাখাই ভাল ।"

একইভাবে তাপস রায়কে সমর্থনের সুর শোনা গিয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের গলায় । সুদীপ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান রাজনীতিক । তবে কোথাও যেতে হলে দলকে জানিয়ে যাওয়া উচিত । এই প্রসঙ্গে নিজের কথাও টানেন কামারহাটির বিধায়ক । জানান, শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আগে তিনি দলকে জিজ্ঞাসা করেছিলেন । তাছাড়া শোভন নিজেও নবান্নে যান । আর এই কথা বলতে গিয়ে শুভেন্দুর নামও শোনা গিয়েছে মদনের গলায় । মদন মিত্রের বক্তব্য, শুভেন্দু আমার ছোট ভাইয়ের মতো, কতবার নেমন্তন্ন খেয়েছি ওর বাড়িতে । শুভেন্দুর বাবা চিংড়ি-ইলিশ খাইয়েছেন । কিন্তু এখন আমি যদি না জানিয়ে যাই, সেটা কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভালো লাগবে ?"

আরও পড়ুন: Trinamool Congress: বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ, প্রশ্ন তুললেন তৃণমূলের তাপস

Last Updated :Oct 14, 2022, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.