ETV Bharat / state

বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাবে বিরোধিতা SUCI-র

author img

By

Published : May 16, 2020, 11:39 PM IST

বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে আজ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছে SUCI।

ছবি
ছবি

কলকাতা, 16 মে : অবিলম্বে বাসের প্রস্তাবিত ভাড়া প্রত্যাহার করা হোক। কেবলমাত্র এই পরিস্থিতিতে নয়, আগামী কয়েক বছর বাস ভাড়া যাতে না বাড়ানো হয় । আজ এই মর্মেই পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানাল SUCI। পাশাপাশি এই ভাড়া বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়েছে তারা ।

দীর্ঘ লকডাউনে গৃহবন্দী মানুষের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। রুটি-রুজির অভাব । ঘরে খাবার নেই । বহু মানুষ কর্মচ্যুত হয়েছেন । ভবিষ্যতেও এইরকম হওয়ার সম্ভবনা প্রবল । এই পরিস্থিতিতে বাস ভাড়া বাড়লে সমস্য়ায় পড়বে মানুষ । কিন্তু সম্প্রতি রাজ্য সরকার যেভাবে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে, তা নিয়ে উদ্বিগ্ন SUCI। শুধু আপাতত প্রস্তাবিত ভাড়া প্রত্যাহার নয়, আগামী কয়েক বছর বাস ভাড়া যাতে না বাড়ে তার জন্য শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানানো হয়েছে SUCI-র তরফে ।

এবিষয়ে SUCI-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, "বাস ভাড়া বৃদ্ধির আগে যাত্রী পরিবহন কমিটির সঙ্গে কথা বলা প্রয়োজন রাজ্য সরকারের। রাজ্য সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া অসম্ভব। সাধারণ গরিব মানুষের উপার্জন নেই। আর্থিকভাবে অত্যন্ত বিপর্যস্ত তাঁরা। এই অবস্থায় বাসের ভাড়া 20 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি করা অত্যন্ত অমানবিক। পরিবহন এমন একটি পরিষেবা যা যেন তেন প্রকারে মালিকদের মুনাফার মাধ্যম হতে পারে না। মালিকরা চেষ্টা করলে সরকারের তা রোখা উচিত। আমাদের দাবি, রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালাক। সাধারণ মানুষ বর্তমান ভাড়াতেই যাতায়াত করুক।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.