ETV Bharat / state

Medical Facility in Presidency: করোনার পর থেকেই তালাবন্ধ প্রেসিডেন্সির মেডিক্যাল ইউনিট, ব্যাপক সমস্যা পড়ুয়ারা

author img

By

Published : Mar 8, 2023, 5:31 PM IST

Etv Bharat
Etv Bharat

মেডিকেল ইউনিট হিসেবে একটি ঘর থাকলেও তা বেশিরভাগ সময়েই তালা বন্ধ । সপ্তাহে দু-তিন দিন স্টুডেন্ট কাউন্সেলিংয়ের জন্য ঘরটি খোলা হয় । ফলে ন্যূনতম ফার্স্ট এডটুকুও না-পেয়ে সমস্যায় পড়ুয়ারা (Lack of Medical Facility in Presidency University) ।

কলকাতা, 8 মার্চ: ফের বিতর্কে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । রাজ্যের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের জন্য নেই যথেষ্ঠ মেডিক্যাল ব্যবস্থা । এই দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন পড়ুয়ারা । সম্প্রতি কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে একটি ডেপুটেশনও জমা দিয়েছেন তারা ( Lack of Medical Facility in Presidency University) ।

পড়ুয়াদের অভিযোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ইউনিট হিসেবে একটি ঘর থাকলেও তা বেশিরভাগ সময়েই তালা বন্ধ থাকে । করোনার আগে বেশ কিছু দরকারি ওষুধপত্র এবং ফার্স্ট এড সামগ্রী অন্তত হাতের কাছেই মিলত । কিন্তু করোনার পর বিশ্ববিদ্যালয়ে ওষুধপত্র তো দূর, মেডিকেল ইউনিটের মতো একটি অত্যন্ত প্রয়োজনীয় ঘর বেশিরভাগ সময়ই তালা বন্ধ করে রাখা হয় । সপ্তাহে দু-তিনদিন স্টুডেন্ট কাউন্সেলিংয়ের জন্য ঘরটি খোলা হয় ।

এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এসএফআই ইউনিটের সভাপতি আনন্দরূপা ধর জানান, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ইউনিটের পুনর্বহালের দাবিতে ডিনের কাছে এই বিষয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে । কিন্তু এখনও এই বিষয় কোনও পদক্ষেপ করা হয়নি । মেডিক্যাল ইউনিটে উপযুক্ত পরিকাঠামো নেই । কোনও ছাত্র-ছাত্রী অসুস্থ হলে, বা খেলতে গিয়ে আহত হলে, তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যেতে হয় । সম্প্রতি একজন ছাত্রী পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন । তাঁকে মেডিকেল কলেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটি হুইল চেয়ারও ছিল না । পরে অনেক চেষ্টা করে তা জোগাড় করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ।

আরও পড়ুন: চলছিল 'দ্য মোদি কোয়েশ্চেন', হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল প্রেসিডেন্সির ওই ঘরে

আনন্দরূপা ধর বলেন, "কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত ফান্ড না-থাকার কারণে ঘরটি চালু করা যাচ্ছে না । ডিন ওফ স্টুডেন্টস জানিয়েছে, আইস প্যাক ও প্রাইমারি ফার্স্ট এড পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু করা হবে ।" পড়ুয়াদের অভিযোগ, মেডিক্যাল ইউনিট না-খোলা হলেও যদি হঠাৎ কোনও পড়ুয়ার কিছু হলে ন্যূনতম ফার্স্ট এড কিট, হুইল চেয়ার, আইস প্যাক বা সিক রুমের মত কোনও পরিষেবাই নেই । ইসিজি'র ঘর আছে কিন্তু তাও তালাবন্ধ । ফলে অবিলম্বে প্রেসিডেন্সির বেহাল দশা ফেরানোর দাবি তুলেছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.