ETV Bharat / state

Government Land in Kolkata: জবরদখল রুখতে পদক্ষেপ রাজ্য সরকারের, 52টি জমিতে সরকারি সাইনবোর্ড

author img

By

Published : Aug 20, 2023, 12:32 PM IST

Updated : Aug 20, 2023, 2:42 PM IST

Government Land
বেশ কিছু জমিতে সরকারি সাইনবোর্ড লাগালো রাজ্য সরকার

State Government to Prevent Encroachment: জবরদখল মুক্ত করা হল বাইপাসের ধারে কলকাতা পৌরগনিগমের 52টি জমি ৷ সেগুলিকে সরকারি জমি বলে চিহ্নিত করল রাজ্য ৷ লাগানো হল সরকারি সাইনবোর্ড ৷

কলকাতা, 20 অগস্ট: এবার সরকারি জমির জবরদখল রুখতে পদক্ষেপ নিল রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাইপাস লাগোয়া বেশ কিছু জমিতে সরকারি সাইনবোর্ড লাগালো ভূমি এবং ভূমি সংস্কার দফতর । জবরদখল হয়ে যাচ্ছে একের পর এক সরকারি জমি ৷ চলতি মাসে হওয়া শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এরপরই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি । তারপরেই নবান্নের তরফে জবরদখল মুক্ত করে জমিগুলিতে লাগানো হল সরকারি সাইনবোর্ড ৷

সূত্রের খবর, বাইপাসের মোট 52টি জমিতে এ ধরনের সাইনবোর্ড লাগানো হয়েছে । বাইপাস লাগোয়া কলকাতা পৌরগনিগমের তিনটি ওয়ার্ডে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল । সেগুলি হল 107, 108 ও 109 নম্বর ওয়ার্ড ৷ মূলত ওয়ার্ডগুলি দক্ষিণ 24 পরগনার আওতায় থাকলেও এখানকার এই জমিগুলি কলকাতা পৌরনিগম এলাকার মধ্যেই পড়ে । সেখানেই সার্ভে করে জেলাশাসক এবং বিএলআরওদের মাধ্যমে সরকারি জমি চিহ্নিত করা হয়েছে । এরপর ওই জমিগুলিতে সাইনবোর্ড লাগিয়ে জানানো হয়েছে সেগুলি সরকারের জমি ।

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনায় থাকা কলকাতা পৌরনিগমের এই তিনটি ওয়ার্ডে মোট 800টি সরকারি প্লট রয়েছে । ইতিমধ্যেই এগুলির বেশ কিছুতে জবরদখলকারীদের একাংশ বসবাস শুরু করেছে । কিছু জমি নিয়ে আদালতে মামলা চলছে । আর এই অবস্থাতে ধাপে ধাপে এই প্লটগুলি জবরদখল মুক্ত করার কাজ করছে রাজ্য সরকার । তারই একটা অংশ হিসেবে এই 52টি জমিকে চিহ্নিতকরণ এবং সেগুলিতে সরকারি জমি হিসাবে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: গ্রামবাসীদের জমি ঘিরছে রাজ্য সরকার! বিক্ষোভের আঁচ পেয়ে শিলান্যাসে গেলেন না মন্ত্রী

নবান্ন সূত্রে খবর, আগামী দিনে ধাপে ধাপে বাকি জমিগুলিকেও দখলমুক্ত করার চেষ্টা করা হবে । প্রয়োজনে আইনি সাহায্যও নেওয়া হতে পারে । এখনও পর্যন্ত যতদূর জানা গিয়েছে, সনাক্ত করা 52টি জমিগুলির মধ্যে 26টি জমি রয়েছে 107 নম্বর ওয়ার্ডে । আটটি জমি রয়েছে 108 নম্বর ওয়ার্ডে এবং 14টি জমি রয়েছে 109 নম্বর ওয়ার্ডে ।

রবিরার এ বিষয়ে 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না বলেন, "সরকারের জমি বেহাদ হয়ে যাচ্ছে সেটাই কোনওভাবেই মেনে নেওয়া যায় না ৷ সরকার তার জমি পুনরুদ্ধারের চেষ্টা করবে সেটাই স্বাভাবিক ৷ গতকাল পর্যন্ত 26টা জমি আমার ওয়ার্ড থেকে চিহ্নিত করা হয়েছিল ৷ আজও সেই প্রক্রিয়া চলছে ৷ দিনের শেষে সংখ্যাটা পরিষ্কারভাবে বলতে পারা যাবে ৷ তবে যদি এই কাজে কোথাও কাউন্সিলর হিসাবে আমাদের সহযোগিতায় প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা করব ৷"

Last Updated :Aug 20, 2023, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.