ETV Bharat / state

Electric Vessel: দূষণ কমাতে উদ্যোগী রাজ্য সরকার, এডিবির ঋণে গঙ্গাবক্ষে 15টি বৈদ্যুতিন ভেসেল

author img

By

Published : Jun 28, 2023, 2:06 PM IST

গঙ্গাবক্ষে খুব শীঘ্র চালু হতে চলেছে 15টি বৈদ্যুতিন ভেসেল ৷ এর মাধ্যমে দূষণ অনেকটা কমবে বলে আশাবাদী পরিবেশ দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷

Electric Vessel to start in Kolkata
বৈদ্যুতিন ভেসেল

কলকাতা, 28 জুন: দূষণ কমাতে ফের উদ্যোগী হল রাজ্য সরকার । খুব শীঘ্রই গঙ্গাবক্ষে চালু হতে চলেছে 15টি বৈদ্যুতিন ভেসেল । রাজ্য পরিবহণ দফতরের তরফে চালানো হবে এই ভেসেলগুলি ৷ কলকাতার অভ্যন্তরে চলাচলকারী ভেসেলগুলিতে 250 জন যাত্রী পরিবহণের ক্ষমতা থাকবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে । আর শহর সংলগ্ন জেলার ভেসেলগুলিতে 100 জন যাত্রী ধারণের ক্ষমতা থাকবে ।

তবে পর্যটনের উদ্দেশ্যে ব্যবহৃত ভেসেলগুলিতে 75 থেকে 150 জন যাত্রী পারাপার করতে পারবে বলেই খবর । এই বৈদ্যুতিন ভেসেলগুলিতে পুরনো ধাঁচে জেনারেটরের ব্যবস্থাও রাখা হবে আপৎকালীন পরিষেবার জন্য । রাজ্য সরকার গৃহীত 'ইন্টার ওয়াটার ট্রান্সপোর্ট এন্ড মডেল ইন্টিগ্রেশন অফ ট্রান্সপোর্ট এন্ড আরবান আপগ্রেডেশন' প্রকল্পের আওতায় এই 15টি ভেসেল খুব শীঘ্রই চালু করা হবে বলে জানা গিয়েছে । যার প্রস্তুতি তুঙ্গে ।

পরিবেশ দফতর সূত্রে খবর, এই প্রকল্পের জন্য প্রায় 1021 কোটি টাকা খরচ হতে পারে । যার মধ্যে প্রায় 700 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের টাকা । ডিজেল চালিত ভেসেলগুলি তৈরিতে খরচ হয় প্রায় চার কোটি টাকা । তবে একটি বৈদ্যুতিন ভেসেল তৈরি করতে প্রায় 12 কোটি টাকা খরচ হবে । নতুন এই প্রকল্পে বিপুল টাকা খরচ । কিন্তু একবার 12 কোটি টাকা দিয়ে ভেসেল তৈরি হলে জ্বালানি খরচ বাচবে ৷ আর জ্বালানির প্রয়োজন পড়বে না । কারণ চার্জিং সিস্টেমের মাধ্যমে এই বৈদ্যুতিক ভেসেলগুলি চলবে । মাস গেলে ভেসেল পিছু প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা সাশ্রয় হবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন: শিল্পতালুকে দূষণের মাত্রা বুঝতে ড্রোন ওড়ানোর পরিকল্পনা পরিবেশ দফতরের

রাজ্য পরিবেশ দফতরের এক আধিকারিক বলেন, "বৈদ্যুতিক ভেসেল চালু হলে প্রায় 50 শতাংশ দূষণ কমবে । দূষণ কমানো একমাত্র লক্ষ্য আমাদের । ইতিমধ্যে ভেসেল নির্মাতাদের সঙ্গে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে ।" রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, " শুধুমাত্র বৈদ্যুতিন বাস চালু করা বা ভেসেল চালু করা নয়, দূষণ কমাতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছে পর্ষদ । গঙ্গার সঙ্গে যুক্ত যে সমস্ত শহর রয়েছে তার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যানগুলিতে ক্যালিফ্রম ব্যাকটেরিয়ার মাধ্যমে দূষণ কমানোর উদ্যোগ বা চেষ্টা চালানো হচ্ছে । অর্থাৎ গঙ্গায় আবর্জনা বা ময়লা পড়ার আগেই ব্যাকটেরিয়ার মাধ্যমে দূষণ কমানোর চেষ্টা করা হচ্ছে ।"

আরও পড়ুন: ব্যাকটেরিয়া মারতে এবার ব্যাকটেরিয়াই দাওয়াই পরিবেশ দফতরের

উল্লেখ্য, রাজ্যে দূষণ কমাতে তৎপরতা দেখা যাচ্ছে পরিবেশ দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । এই দুই দফতর দূষণ কমাতে নানানরকম পদক্ষেপ নিচ্ছে । মৎস্য ও পরিবহণ-সহ রাজ্যের অন্যান্য দফতরের সঙ্গে পরামর্শ করে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা । গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের রাস্তায় বৈদ্যুতিক বাসও চালু করা হয়েছে । স্থলের পাশাপাশি এবার জলপরিবহণের দিকেও নজর দিয়েছে পরিবেশ ও পরিবহণ দফতর । যাতে ধীরে ধীরে গঙ্গার জল দূষণ থেকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আসে তাই এবার বৈদ্যুতিক ভেসেল চালু করতে চলেছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.