ETV Bharat / state

রোগীর মৃত্যুর পর কোরোনা টেস্ট আবশ‍্যক নয়, সিদ্ধান্ত রাজ‍্যের

author img

By

Published : Jun 15, 2020, 2:02 AM IST

মৃত্যুর পর রোগীর কোরোনা ছিল কি না তা জানতে করা হত COVID-19 পরীক্ষা ৷ তবে গড়িয়া শ্মশানে মৃতদেহ বিতর্কের পর সেই টেস্ট আর আবশ্যক নয় বলে জানানো হল রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৷

image
নবান্ন

কলকাতা, 15 জুন : এখন হাসপাতালে কারও মৃত্যু হলে তাঁর কোরোনা টেস্ট করা আবশ্যিক ছিল৷ তবে সেই নির্দেশ প্রত্যাহার করল রাজ্য সরকার ৷ গড়িয়া শ্মশানের মৃতদেহ বিতর্কের পরই এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷

সূত্রের খবর, এবার থেকে রোগীর মৃত্যুর পর আর কোরোনা টেস্ট হবে না । কারণ কোরোনা টেস্টের রিপোর্ট আসতে অনেকটা দেরি হয় ৷ ফলে মৃতদেহ রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর এমন সিদ্ধান্ত নিয়েছে বলে খবর । ইতিমধ্যেই NRS এবং কলকাতা মেডিকেল কলেজ এই সিদ্ধান্ত কার্যকর করেছে ।

মৃত্যুর পর কোরোনা পরীক্ষার রিপোর্ট আসতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। যার ফলে সমস্যায় পড়ছে মৃতের পরিবারগুলি। একইসঙ্গে মর্গে বেড়ে যাচ্ছে মৃতদেহের সংখ্যা । তাই বিষয়টিকে সরলীকরণ করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এমন সিদ্ধান্ত ৷

প্রসঙ্গত, সম্প্রতি গড়িয়া শ্মশানে 14 টি মৃতদেহ নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়‌‌ । যা নিয়ে বিতর্ক শুরু হয় রাজ্য রাজনীতিতে । বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন বিরোধীরা । এমনকী রাজ্যপাল জগদীপ ধনকড়ও কাঠগড়ায় তোলেন রাজ্য সরকারকে । গোটা বিষয়টিকে নিয়ে অস্বস্তিতে পড়ে রাজ্য প্রশাসন ।

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, 2021 সালে বিধানসভা ভোট ৷ ভোটের আগে কোনও বিতর্ক চাইছে না রাজ্য সরকার ৷ তাই এবার থেকে রোগীর মৃত্যুর পর আর কোরোনা পরীক্ষা না করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.