ETV Bharat / state

"রত্না ষড়যন্ত্র করছেন", নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে মেইল শোভনের

author img

By

Published : Aug 18, 2019, 6:16 PM IST

14 অগাস্ট BJP-তে যোগ দেন শোভন চ্যাটার্জি ৷ আর গতকাল রাতে কলকাতা পুলিশ প্রাক্তন মেয়রের নিরাপত্তায় নিযুক্ত পুলিশকর্মীদের সরিয়ে নিয়েছে৷ এই নিয়ে সরব হয়েছেন শোভন ৷ কলকাতার পুলিশ কমিশনারকে করা মেইলে সে কথাই জানিয়েছেন তিনি ।

শোভন

কলকাতা, 18 অগাস্ট : রত্না চ্যাটার্জি ষড়যন্ত্র করছেন । পুলিশকে সেটা আগেই জানিয়েছেন তিনি । দুষ্কৃতীরাও হামলা চালাতে পারে বলে তাঁর আশঙ্কা । এই অবস্থায় গতকাল রাত থেকে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে । তার প্রতিবাদ জানিয়ে, উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি করে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে মেইল করলেন সদ্য BJP-তে যোগ দেওয়া শোভন চ্যাটার্জি ।

Z ক্যাটেগরির নিরাপত্তা পেতেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চ্যাটার্জি । এমন কী গতবছরের 22 নভেম্বর মেয়র এবং মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরও তিনি একই নিরাপত্তা পেতেন । কিন্তু পরে তাঁর সিকিউরিটি জেড ক্যাটেগরি থেকে নামিয়ে দেওয়া হয় Y প্লাস ক্যাটেগরিতে ।

Sovan Chatterjee
এই সেই মেইল

14 অগাস্ট BJP-তে যোগ দেন শোভন চ্যাটার্জি ৷ আর গতকাল রাতে কলকাতা পুলিশ প্রাক্তন মেয়রের নিরাপত্তায় নিযুক্ত পুলিশকর্মীদের সরিয়ে নিয়েছে৷ এই নিয়ে সরব হয়েছেন শোভন ৷ কলকাতার পুলিশ কমিশনারকে করা মেইলে সে কথাই জানিয়েছেন তিনি । লিখেছেন, “১৯৯৫ সাল থেকেই আমি নিরাপত্তা পাই । মন্ত্রী এবং মেয়র হিসেবে আমি এমন অনেক সিদ্ধান্ত নিয়েছি যা অনেকেরই বিপক্ষে গেছে । তৈরি হয়েছে জীবনের ঝুঁকি । সেই সূত্রেই আমাকে Z ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত । এমন কী মেয়র এবং মন্ত্রী হিসেবে ইস্তফা দেওয়ার পরও আমার সিকিউরিটি কমানো হয়নি । কিন্তু কোনও এক অজ্ঞাতকারণে হঠাৎই আমার সিকিউরিটি কমিয়ে Y প্লাস ক্যাটেগরি করে দেওয়া হয়েছে । রাজ্য সরকার ও পুলিশ জানে, দুষ্কৃতী ছাড়াও আমার স্ত্রী রত্না চ্যাটার্জ (তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছি) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন । এই অবস্থায় গতরাত ১১টা ১৫ নাগাদ আমার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয় ।"

শোভনের অভিযোগ, “ আমি BJP-তে যোগ দেওয়ার ফলেই রাজ্য সরকারের প্রতিশোধ স্পৃহা থেকে আমার নিরাপত্তা কমানো হয়েছে বলে মনে হয় । যদিও সরকারের কাছে সবাই সমান হওয়া উচিত ।"


চিঠিতে শোভন টেনে এনেছেন রায়চকের ঘটনাও । সেটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তাঁর উপর যে কোনও সময় আক্রমণ হতে পারে । তিনি লিখেছেন, “ আমি আজ সন্ধ্যা সাতটায় কলকাতায় ফিরছি । তখন থেকে আমার এবং আমার সঙ্গীর (পড়ুন বৈশাখি বন্দ্যোপাধ্যায়) উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হোক । যদি একজন MLA শহরে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে ৷" সেই সূত্রেই তিনি আগের মতই নিরাপত্তার দাবি জানিয়েছেন ।

Intro:কলকাতা, ১৮ অগাস্ট: রত্না চ্যাটার্জী ষড়যন্ত্র করছেন। পুলিশকে সেটা আগেই জানানো আছে। একই সঙ্গে দুষ্কৃতীরাও হানাতে পারে আক্রমণ। এই অবস্থায় গতকাল রাত থেকে তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে, উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি করে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে ইমেইল করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চ্যাটার্জি।Body:জেড ক্যাটাগরীর সিকিউরিটি পেতেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চ্যাটার্জি। এমনকি গত 22 নভেম্বর মেয়র এবং মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও তিনি একই নিরাপত্তা পেতেন। কিন্তু তার সিকিউরিটি জেড ক্যাটাগরি থেকে নামিয়ে দেওয়া হয়েছে ওয়াই প্লাস ক্যাটাগরিতে। যে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয় বলে মনে করছেন শোভন। কলকাতার পুলিশ কমিশনারকে করা ইমেইলে সে কথাই জানিয়েছেন তিনি। লিখেছেন, “১৯৯৫ সাল থেকেই আমি নিরাপত্তা পাই। মন্ত্রী এবং মেয়র হিসেবে আমি এমন অনেক সিদ্ধান্ত নিয়েছি যা অনেকেরই বিপক্ষে গেছে। তৈরি হয়েছে জীবনের ঝুঁকি। সেই সূত্রেই আমাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতো। এমনকি মেয়র এবং মন্ত্রী হিসেবে ইস্তফা দেওয়ার পরেও আমার সিকিউরিটি কমানো হয়নি। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎই আমার সিকিউরিটি কমিয়ে Y প্লাস ক্যাটাগরির করে দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট এটা জানে, দুষ্কৃতী ছাড়াও রত্না চ্যাটার্জী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। এই অবস্থায় গত রাত ১১:১৫ নাগাদ আমার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়।"

শোভনের অভিযোগ, “ আমি বিজেপিতে যোগ দেওয়ার ফলেই রাজ্য সরকারের প্রতিশোধ স্পৃহা থেকে আমার নিরাপত্তা কমানো হয়েছে বলে মনে হয়। যদিও সরকারের কাছে সবাই সমান হওয়া উচিত।"
Conclusion:চিঠিতে শোভন টেনে এনেছেন রায়চকের ঘটনাও। সেটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তার ওপর যে কোনও সময় আক্রমণ হতে পারে। তিনি লিখেছেন, “ আমি আজ সন্ধ্যা সাতটায় কলকাতায় ফিরছি। তখন থেকে আমার এবং আমার সঙ্গীর (পড়ুন বৈশাখী বন্দ্যোপাধ্যায়) উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হোক। যদি একজন এম এল এ শহরে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে!"of সেই সূত্রেই তিনি আগের মতই নিরাপত্তার দাবি জানিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.