ETV Bharat / state

WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট করাতে রাজ্য পুলিশেই আস্থা ?

author img

By

Published : Mar 16, 2023, 6:05 PM IST

sources claim WB Panchayat Election 2023 can be done under the supervision of State Police
ফাইল ছবি

রাজ্য পুলিশের (West Bengal State Police) তদারকিতেই করানো হবে বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ? রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) একটি সূত্র মারফত এমনটাই দাবি করা হচ্ছে ৷

কলকাতা, 16 মার্চ: কেন্দ্রীয় বাহিনী নয়, বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) করানো হতে পারে রাজ্য পুলিশকে (West Bengal State Police) দিয়েই ! রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) একটি সূত্র মারফত অন্তত এমনটাই জানা যাচ্ছে ! এদিকে, ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন ৷

ইদানীংকালে রাজ্যের সমস্ত নির্বাচনেই বিপুল কারচুপির অভিযোগ উঠেছে ৷ উঠেছে সন্ত্রাসের অভিযোগও ৷ সেই প্রেক্ষাপটে বিরোধী দলগুলি বারবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে সওয়াল করেছে ৷ এমনকী, এই দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে তারা ৷ বিরোধীদের বক্তব্য, মানুষ যাতে নির্ভয়ে বুথে পৌঁছে পারে, এবং নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা দরকার ৷ রাজ্য পুলিশকে দিয়ে তা হবে না বলে মনে করে বিরোধীরা ৷ কারণ, তাদের যুক্তি, রাজ্য পুলিশ আদতে শাসকদল তৃণমূল কংগ্রেসের ধামাধারী ! এই অবস্থায় সত্যি সত্যি রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হলে বিরোধী রাজনৈতিক শিবির এর বিরুদ্ধে সরব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিকে, ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকা অনুসারেই পঞ্চায়েত নির্বাচন করানো হবে ৷ চলতি বছরের 5 জানুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকা অনুসারে নয়া তালিকা প্রস্তুত ও প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই তালিকা অনুযায়ী, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার সংখ্যা 5 কোটি 66 লক্ষ 74 হাজার 911 ৷ রাজ্যের 3 হাজার 317টি গ্রাম পঞ্চায়েতের 63 হাজার 229টি আসনে ভোট হবে ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী-সহ 5 দফা দাবি, পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলা আবু হাসেমের

তবে ঠিক কবে পঞ্চায়েত নির্বাচন হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত বা নির্ঘণ্ট ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন ৷ যদিও সূত্রের দাবি, এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসে নির্বাচন সেরে ফেলা হতে পারে ৷ খুব সম্ভবত এক দফাতেই নির্বাচন হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.