ETV Bharat / state

ছেলের অসুস্থতার কথা জানানো হয়নি সৌরভের শয্যাশায়ী মা-কে

author img

By

Published : Jan 2, 2021, 10:30 PM IST

Updated : Jan 2, 2021, 10:37 PM IST

জিমে অসুস্থ হওয়ার পর প্রথমে সৌরভ মনে করেছিলেন গ্যাসের সমস্যা । শরীর সুস্থ করতে নিজেই কিছুটা উদ্যোগী হয়েছিলেন তিনি । বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত নিরাপত্তারক্ষী মিন্টুকে দিয়ে আনিয়েছিলেন ঠান্ডা পানীয় । সেটা দু'ঢোক মতো পান করেন । কিন্তু তারপরেও বুকের ব্যথা কমেনি ।

ছেলের অসুস্থতার কথা জানেন না সৌরভের শয্যাশায়ী মা
ছেলের অসুস্থতার কথা জানেন না সৌরভের শয্যাশায়ী মা

কলকাতা, 2 জানুয়ারি : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে সে বিষয়ে এখনও কিছুই জানেন না সৌরভের মা ৷ সৌরভের অসুস্থ মা-কে ছেলের চিকিৎসাধীন থাকার কথা জানাননি পরিবারের সদস্যরা। বেহালার বীরেন রায় রোডের গঙ্গোপাধ্যায় বাড়ির এক সূত্রে এই খবর পায় ইটিভি ভারত । তবে পরিবারের অন্য সদস্যদের মতোই মহারাজের অসুস্থতার ঘটনায় মর্মাহত তাঁর পাড়ার লোকেরাও ।

জিমে অসুস্থ হওয়ার পর প্রথমে সৌরভ মনে করেছিলেন গ্যাসের সমস্যা । শরীর সুস্থ করতে নিজেই কিছুটা উদ্যোগী হয়েছিলেন তিনি । বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত নিরাপত্তারক্ষী মিন্টুকে দিয়ে আনিয়েছিলেন ঠান্ডা পানীয় । সেটা দু'ঢোক পান করেন । কিন্তু তার পরেও বুকের ব্যথা কমেনি । পরিবারের সদস্যরা তখন তড়িঘড়ি তাঁকে নিয়ে যান দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সৌরভ ।

দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সৌরভের মা । ছেলের শরীর খারাপ হওয়ার খবরে মানসিকভাবে ভেঙে পড়ে আরও অসুস্থ হয়ে পড়তে পারেন তিনি । এই আশঙ্কা করেই এখনও পর্যন্ত পরিবারের লোকেরা সৌরভের হার্ট-অ্যাটাক ও হাসপাতালে ভরতির বিষয়ে তাঁকে জানাননি । সৌরভের বাড়ির নিরাপত্তারক্ষী মিন্টু সিনহা বলেন, " বাড়ির ভিতরে জিম সারার পড়ে যখন দাদার শরীরটা খারাপ লাগছিল আমরা সেখানেই ছিলাম । দাদার কথায় কোলড্রিংস এনে দিলাম । দাদা সেটা খেলেন। কিন্তু তাতেও ব্যথা না কমায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হল । দাদার মা অসুস্থ । শয্যাশায়ী । তাই মাকে কিছু জানানো হয়নি ।"

ছেলের অসুস্থতার কথা জানেন না সৌরভের শয্যাশায়ী মা

আরও পড়ুন :- কার্ডিওভাসকুলার সিংকোপে আক্রান্ত সৌরভ, আসলে এটি কী ?

সৌরভের বাড়ির ঠিক উলটোদিকে থাকেন সংগীতশিল্পী উমা মণ্ডল। দাদার অসুস্থতার খবর শুনে তিনিও বেশ উদ্বিগ্ন । তবে আত্মবিশ্বাসের সঙ্গে উমাদেবী বলেন, " দাদা দ্রুত সুস্থ হয়ে উঠবেন ।" সৌরভের অসুস্থতা নিয়ে দুঃখ প্রকাশ করলেন এলাকার প্রবীণ মানুষ দেবাশিস চন্দ । তিনি জানালেন খারাপ লাগছে । অন্যদিকে, বেহালা চৌরাস্তার বীরেন রায় রোডের গঙ্গোপাধ্যায় বাড়ির চত্বর সুনসান করছে। সর্বত্র নিস্তব্ধতা । দাদা কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন, সেই অপেক্ষায় আছেন প্রতিবেশীরা ।

Last Updated : Jan 2, 2021, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.