ETV Bharat / state

রাজ্যে একদিনে আক্রান্ত দেড় হাজারের বেশি, কমেছে সুস্থতার হার

author img

By

Published : Jul 12, 2020, 7:37 PM IST

Updated : Jul 12, 2020, 8:00 PM IST

আজ রাজ্যে মোট 1560 জন কোরোনা আক্রান্ত । সুস্থতার হার কমেছে 4.58 শতাংশ । মৃত্যু হয়েছে 26 জনের ।

কোরোনা
কোরোনা

কলকাতা, 12 জুলাই : রাজ্যে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা 1560 । এর জেরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 30 হাজার 013 । তবে গত সপ্তাহের তুলনায় কমেছে সুস্থতার হারও । পাশপাশি আজ মোট 26 জনের মৃত্যু হয়েছে রাজ্যে ।

গত 24 ঘণ্টায় 1560 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এ নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল 30 হাজার 013 । গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 28 হাজার 453 । গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 906 জনের মৃত্যু হয়েছিল । আজ 26 জনের মৃত্যু হওয়ায় তা বেড়ে দাঁড়ায় 932 । আজ 622 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । এ নিয়ে রাজ্যে মোট 18 হাজার 581 জন সুস্থ হয়ে উঠল । কিন্তু কমেছে সুস্থতার হার । এই মুহূর্তে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার 61.90 শতাংশ । এক সপ্তাহ আগে যা ছিল 66.48 শতাংশ । অর্থাৎ সাতদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠার হার 4.58 শতাংশ কমেছে ।

রাজ্যে গতকাল পর্যন্ত 6 লাখ 5 হাজার 370 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 11 হাজার 709 জনের নমুনা পরীক্ষা করা হয় । এ পর্যন্ত মোট 6 লাখ 17 হাজার 079 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 6 হাজার 856 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার বেড়েছে । যার পরিমাণ 4.86 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 52 । এই সপ্তাহে নতুন করে কোনও ল্যাবরেটরি যুক্ত হয়নি । একটি ল্য়াবরেটরি এখনও অনুমোদনের অপেক্ষায় ।

বর্তমানে রাজ্য়ে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এই মুহূর্তে সেখানে 4 হাজার 752 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 891 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 56 হাজার 020 জন রয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছে 30 হাজার 839 জন । ছাড়া পেয়েছে 3 লাখ 25 হাজার 181 জন । ভিনরাজ্য থেকে যারা ফিরেছে, তাদের জন্য এই মুহূর্তে রাজ্যে 1 হাজার 564 টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 8 হাজার 516 জন রয়েছে । ছাড়া পেয়েছে 2 লাখ 66 হাজার 593 জন ।

এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 80 । এর মধ্যে 26টি সরকারি ও 54 টি বেসরকারি । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 862 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

Last Updated : Jul 12, 2020, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.