ETV Bharat / state

SRK at Eden : 3 বছর পর ইডেনে আইপিএল, বক্স অফিসে কিং খান

author img

By

Published : Apr 6, 2023, 9:17 PM IST

Updated : Apr 6, 2023, 9:58 PM IST

Shah Rukh at Eden Garden
ইডেনের বক্স অফিসে শাহরুখ খান

ঘরের মাঠ ইডেনে নাইটদের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে । ভিআইপি গ্যালারিতে শাহরুখ খান ৷ এছাড়াও উপস্থিত সঙ্গীতশিল্পী উষা উত্থুপ ও বাবুল সুপ্রিয় ।

ইডেনের বক্স অফিসে কিং খান

কলকাতা, 6 এপ্রিল: কোহলির ইডেন দখলের দৌড়ে রাশ টানলেন শাহরুখ খান । কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ভিআইপি বক্সে তাঁর উপস্থিতি দর্শকদের বাড়তি পাওনা । বলিউড 'পাঠান' ইডেনে এলেন, কোহলি উন্মত্ত জনপ্রিয়তায় ভাগ বসালেন । কিছুক্ষণ আগের কোহলি চিৎকারের পালটা হিসেবে ইডেন শুনল 'কেকেআর' এবং 'শাহরুখ' 'শাহরুখ' চিৎকারও । সন্ধ্যার কলকাতার সব রাস্তা বৃহস্পতিবার ইডেনমুখী । ধর্মতলা থেকে আইপিএল জোন শুরু । দর্শকদের গেট নম্বর দেখে নির্দিষ্ট ব্যারিকেডে ঢুকে পড়া দেখে বলতেই হয় ক্রিকেট জ্বরে আক্রান্ত তিলোত্তমা । গালে প্রিয় দলের রং মাখার খরচ 10 টাকা । প্রিয় দলের জার্সি 100 থেকে 150 টাকা । রিবনের দাম 10 টাকা । ইডেন ঢোকার আগে এইটুকু বাড়তি খরচ করতেও দ্বিধাবোধ করেননি ইডেনমুখী জনতা । শেষবেলায় টিকিটের খোঁজও চলে একই সঙ্গে । আইপিএল ম্যাচ মানেই সেলেবদের উপস্থিতি । আগে চাঁদের হাট বসত ভিআইপি গ্যালারিতে । শাহরুখ খান ছাড়া ইডেনে পরিচিত নাম উষা উত্থুপ, বাবুল সুপ্রিয় । তিনবছর পরে আইপিএল ইডেনে । উৎসবের আবহে বক্স অফিস বাঁচালেন শাহরুখ খান ।

আগরতলা টু ইডেন ভায়া শিয়ালদা । আইপিএলের জন্য ত্রিপুরা থেকে কলকাতায় এসেছেন বিশাল দেব । উদ্দেশ্য কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচের সাক্ষী হওয়া । ক্লাব হাউজের আপার টায়ারে তিনি যখন তাঁর ম্যাচ দেখতে আসার কথা শোনাচ্ছিলেন, মুখে অনাবিল হাসি । পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন, কুছ পরোয়া নেহি ! অ্যান্ড্রু জন ইংল্যান্ড থেকে কলকাতায় এসেছেন নাইটদের সমর্থন করতে । ভিড়ে পা মেলাতে মেলাতে তাঁর মুখে একটাই শব্দ,'অ্যামেজিং' । ঘরের মাঠ ইডেনে নাইটরা খেলছে । লক্ষ্মীবারের ইডেনে যেন দুর্গাপুজোর অষ্টমীর ভিড় ।

আরও পড়ুন: শহর জুড়ে ক্রিকেট ফিভার, তিলোত্তমার রং বেগুনি

টিকিটের দাম আকাশচুম্বী । কালোবাজারেও টিকিট অমিল, তবে এসব পুরনো গল্প । ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ম্যাচ ঘিরে বঙ্গভঙ্গ শেষ কবে এই রাজ্যের মানুষ দেখেছে মনে করা যাচ্ছে না । এই বিভাজনের কারণ বিরাট কোহলি । গত বাহাত্তর ঘণ্টায় তিনি যেখানে যখন গিয়েছেন মন্ত্রমুগ্ধের মত ভক্তরা তাঁকে অনুসরণ করেছেন । একটা সময় মনে হয়েছিল, ইডেনে বোধহয় আরসিবি হোম ম্যাচ খেলতে এসেছে । কানায় কানায় ভর্তি ইডেন বহুদিন পরে । তার 70 শতাংশ দর্শক আরসিবি-র হয়ে গলা ফাটালেন । সেই কলরবের রিং টোন বিরাট কোহলিকে নিয়ে আবর্তিত ।

Last Updated :Apr 6, 2023, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.