ETV Bharat / state

বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ দাবি করল এসএফআই

author img

By

Published : Dec 24, 2020, 6:13 PM IST

শিক্ষাঙ্গনকে আরএসএসের দ্বারা প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় এসএফআই - এর তরফে । অবিলম্বে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পদত্যাগ দাবি করেছেন তাঁরা ।

Kolkata SFI
Kolkata SFI

কলকাতা, 24 ডিসেম্বর : বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ দাবি করল এসএফআই । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের ঐতিহ্যকে ধ্বংস করার অভিযোগ আনল বাম ছাত্র ইউনিয়ন এসএফআই । আজ এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বভারতীর ঐতিহ্যকে লঙ্ঘন করেছেন । শিক্ষাঙ্গনকে আরএসএসের দ্বারা প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । অবিলম্বে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পদত্যাগ দাবি করেছেন তাঁরা ।

চলতি বছরে এসএফআইয়ের 50 বছর পূর্তি হচ্ছে । 27 থেকে 30 ডিসেম্বর রাজ্যের বাইশটি জেলায় 50 হাজার এসএফআই সমর্থককে নিয়ে মহা মিছিল করবে এই বাম ছাত্র সংগঠন । 50 বছর পূর্তির অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক । সৃজন ভট্টাচার্য বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের জন্য ট‍্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । তিনি তা দিতে পারবেন না । ১০ হাজার টাকা করে নির্বাচনের আগে যা দেবেন তা সম্পূর্ণ বেআইনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.