ETV Bharat / state

Kolkata Police: দোল ও হোলি উপলক্ষ্যে শহরে নিরাপত্তা ব্যবস্থায় জোর

author img

By

Published : Mar 6, 2023, 8:54 PM IST

Updated : Mar 6, 2023, 10:48 PM IST

দোল ও হোলি উপলক্ষ্যে শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের (securities arrangement) ৷ মহিলাদের নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হয়েছে ৷ কলকাতা পুলিশের পুলিশের উইনার টিমকেও সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 6 মার্চ: হোলির এবং দোল উৎসবকে কেন্দ্র করে যাতে শহরে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন (securities arrangement of kolkata police in holi) ৷ এবার শহরের 25টি ট্রাফিক গার্ডকে নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । এছাড়াও শহরে যে বিভিন্ন স্নানের ঘাটগুলি রয়েছে সেই স্নানের ঘাট গুলিতে পর্যাপ্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে স্থানীয় থানাকে ।

স্নানের ঘাটগুলির পাশাপাশি গঙ্গাবক্ষে হোলি এবং দলের দিন অতিরিক্ত রিভার ট্রাফিক পুলিশের স্পিডবোট রাখার ব্যবস্থা করা হচ্ছে । অনেক সময় দেখা যায় যে, দোল এবং হোলির দিন মত্ত অবস্থায় অনেক ব্যক্তি গঙ্গার ঘাটগুলিতে স্নান করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েন ৷ গঙ্গা বক্ষে তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটে । যাতে এই প্রকারের কোন অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তার জন্যই কলকাতার রিভার ট্রাফিক পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে । পাশাপাশি মহিলাদের নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হয়েছে ৷ কলকাতা পুলিশের পুলিশের উইনার টিমকেও সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: পুণ্যস্নানে দুর্ঘটনা এড়াতে এনডিআরএফের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে লিলি-রোমিও

লালবাজার সুত্রের খবর, দোলের ভোররাত থেকে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও শহরের প্রত্যেকটি থানার বাইরে প্রস্তুত রাখা হচ্ছে হেবি রেডিও ফ্লাইং স্কোয়ার্ডকে। মূলত স্পর্শ্বকাতর এলাকায় এই রেডিও ফ্লাইং স্কোয়াড-এর পুলিশকর্মীরা গিয়ে পরিস্থিতি চটজলতি নিয়ন্ত্রণে আনার জন্য পারদর্শী ৷ এছাড়াও প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে হোলি এবং দোলের দিন যাতে নিজেও থানার আওতাধীন এলাকায় বিশেষ টহলদারির ব্যবস্থা করা হয়। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা আগাম খবর পেলে সেখানে পুলিশবাহিনী নিয়ে পৌঁছে যেতে হবে দ্রুত ৷ গোটা পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করতে হবে ।

এছাড়াও দোল এবং হোলির দিন বিভিন্ন মানুষ পুলিশের হেল্পলাইন 100 ডায়াল করে নিজে নিজে এলাকার হওয়া একাধিক অপ্রীতিকর ঘটনার খবর জানাতে পারবেন । কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল দোলের দিন এই বিশেষ হেল্পলাইন নম্বরের উপর জোর দেওয়া হবে ৷

Last Updated : Mar 6, 2023, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.