ETV Bharat / state

স্ক্রাব টাইফাস : ছোটো একটি পোকার কামড় হয়ে উঠতে পারে প্রাণঘাতী

author img

By

Published : Nov 16, 2019, 3:23 PM IST

Updated : Nov 16, 2019, 3:30 PM IST

ফাইল ফোটো

স্ক্রাব টাইফাসের চিকিৎসা খুবই সহজ । অ্যান্টিবায়োটিক রয়েছে । এই অ্যান্টিবায়োটিকেই ঠিক হয়ে যায়, যদি প্রথমদিকে ধরা পড়ে । কিন্তু, যদি লিভার, কিডনি, হার্ট এবং ব্রেন ধরে ফেলে তখন অসুবিধা হয় । তখন মৃত্যুর হার খুব বেড়ে যায় ।

কলকাতা, 16 নভেম্বর : কিয়দংশে প্রাণঘাতী এই রোগের নাম স্ক্রাব টাইফাস । ছোটো একটি পোকার কামড়ের জেরে এই রোগ হতে পারে । গত একবছর ধরে এই রোগে আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে । শহরাঞ্চলের মানুষও আক্রান্ত হচ্ছেন এই রোগে । কেন হতে পারে এই রোগ, কী ভাবে বুঝবেন, চিকিৎসা-ই-বা কী রয়েছে? এ সব নিয়ে ETV ভারত-কে বললেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ রায় ।

ETV ভারত : স্ক্রাব টাইফাস আসলে কী?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : স্ক্রাব টাইফাস হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ । মাইট অর্থাৎ, ছোটো একটি পোকার মাধ্যমে এই রোগটি মানুষের শরীরে সংক্রামিত হয় । এটা রিকেটসিয়া গ্রুপের একটি ব্যাকটেরিয়া ।

ETV ভারত : এই রোগে আক্রান্তরা কোন ধরনের সমস্যায় পড়েন?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : ওই পোকাটি যখন কামড়ায়, সাধারণত তার ছয় থেকে ২০ দিনের মধ্যে ছোটো একটি ফুসকুড়ির মতো হয় । তারপর সেটা ফেটে যায় । ফেটে যাওয়ার পরে কালো রঙের একটি এসচার তৈরি হয় । এরপর জ্বর আসে । গা-হাত-পা ব্যথা করবে ৷ শরীরের কিছু কিছু গ্ল্যান্ড ফুলতে থাকবে । প্রথম দিকে এসব দেখা দেবে । পরবর্তী সময়ে, যদি চিকিৎসা শুরু না হয়, তাহলে রোগীর লিভার, হার্ট, ব্রেন অ্যাফেক্ট করে । জন্ডিস হয় এবং লিভার বড় হয়ে যায় । হার্ট ফেলিওর হতে পারে । ব্রেনকেও বিভিন্নভাবে ক্ষতি করতে পারে ।

ETV ভারত : কী ভাবে রোগ নির্ণয় হয়?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : উপসর্গগুলি দেখে আমরা ধারণা করতে পারি । তবে রোগ নির্ণয় করতে হলে, অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়দিন পরে IgM অ্যান্টিবডি টেস্ট করা হয়, সেটা যদি পজ়িটিভ হয়, তখন বলতে পারি স্ক্রাব টাইফাস হয়েছে ।

ETV ভারত : স্ক্রাব টাইফাসের চিকিৎসা কী রয়েছে?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : এর চিকিৎসা খুবই সহজ । অ্যান্টিবায়োটিক রয়েছে । এই অ্যান্টিবায়োটিকেই ঠিক হয়ে যায়, যদি প্রথমদিকে ধরা পড়ে । কিন্তু, যদি লিভার, কিডনি, হার্ট এবং ব্রেন ধরে ফেলে তখন অসুবিধা হয় । তখন মৃত্যুর হার খুব বেড়ে যায় ।

ETV ভারত: স্ক্রাব টাইফাস তাহলে প্রাণঘাতী?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : নিঃসন্দেহে । কিয়দংশে আমরা বলতে পারি স্ক্রাব টাইফাসে প্রাণ সংশয়ের যথেষ্ট কারণ রয়েছে ।

ETV ভারত : সাধারণ মানুষ কী ভাবে বুঝবেন?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : সাধারণ মানুষ যদি জঙ্গলে যান অথবা, জঙ্গলের কাছাকাছি থাকেন ৷ যদি কোনও পোকা কামড়ায় এবং ফোস্কার মতো হয়, তাহলে তখনই চিকিৎসকের কাছে যেতে হবে । সাধারণ জ্বর, তার সঙ্গে যদি গ্ল্যান্ড ফোলা থাকে, এমন উপসর্গ নিয়ে কোনও রোগী যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা স্ক্রাব টাইফাস আছে কি না, তা জানার জন্য পরীক্ষার কথা বলি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

ETV ভারত : প্রতিরোধের কোনও উপায় রয়েছে?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : প্রতিরোধ বলতে, যদি কেউ জঙ্গলে যান, তা হলে ফুল হাতা জামা পরতে হবে, গ্লাভস পরতে হবে । যেখানে এই রোগ দেখা যাচ্ছে, সেই স্থানে DDT বা স্প্রে করলে যে মাইটগুলির মাধ‍্যমে এই রোগ সংক্রামিত হয়, সেগুলি মরে যায় । পোকামাকড় কামড়ালেই সতর্ক থাকতে হবে ।

ETV ভারত : শুধুই জঙ্গলে, না কি বাড়ি এবং বাড়ির আশপাশেও স্ক্রাব টাইফাসের আশঙ্কা রয়েছে?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : সাধারণত, যেখানে শুধুমাত্র পাকাবাড়ি, সেখানে সম্ভাবনা কম । যেখানে পাকাবাড়ি, কাঁচাবাড়ি অল্প কিছু জঙ্গল, আগাছা রয়েছে, সেখানে সাধারণত স্ক্রাব টাইফাস হয় ।

ETV ভারত : স্ক্রাব টাইফাসের পরিস্থিতি এখন কী রকম?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : অন্তত চার-পাঁচ বছর আগে অতটা স্ক্রাব টাইফাস দেখা যেত না । ইদানিংকালে, গত এক বছরে আমরা এই রোগে অনেক আক্রান্তের খোঁজ পাচ্ছি । এই জন্য আমরা সতর্ক । এই ধরনের কোনও সন্দেহ দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গেই রোগ নির্ণয়ের জন্য যেসব পদ্ধতি রয়েছে সেগুলি গ্রহণ করছি । রোগ ধরা পড়লে চিকিৎসা শুরু হচ্ছে । রোগী সুস্থও হচ্ছেন ।

ETV ভারত : কেন বেশি দেখা যাচ্ছে?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : স্ক্রাব টাইফাস হয়ত বহুদিন ধরেই ছিল । হতে পারে, সচেতনতা বেড়েছে বলে বেশি দেখা যাচ্ছে । অন্য একটি কারণেও হতে পারে । এটা হল, জঙ্গল এখন সাফ হয়ে যাচ্ছে । সেখান থেকে পোকামাকড়ের উৎপাত বাড়তে পারে । এই পোকাগুলি হয়ত ইনসেক্টিসাইডে রেজিস্টেন্ট হয়ে গেছে, এমন কারণেও স্ক্রাব টাইফাস বেশি দেখা দিতে পারে ।

ETV ভারত : শুধুই গ্রামাঞ্চল, না কি শহরাঞ্চলের মানুষও স্ক্রাব টাইফাসে আক্রান্ত হতে পারেন?

চিকিৎসক অনিরুদ্ধ রায় : শহরাঞ্চলে স্ক্রাব টাইফাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, গ্রামাঞ্চলে একটু বেশি । তবে শহরাঞ্চলেও এখন স্ক্রাব টাইফাসের সংক্রমণ দেখা যাচ্ছে । গ্রাম ঘেঁষা শহরাঞ্চলগুলিতে, যেখানে বেশি জঙ্গল, আগাছা রয়েছে, সেখানে স্ক্রাব টাইফাসের সংক্রমণ হতেই পারে ।

১৯৩০-এ জাপানে প্রথম স্ক্রাব টাইফাস চিহ্নিত হয়েছিল বলে জানা যায় । ফলে বহুদিন ধরেই স্ক্রাব টাইফাস রয়েছে । ভারত, চিন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, এই দেশগুলোর মধ্যে আগে সীমাবদ্ধ ছিল । এখন অন্যত্র ছড়িয়ে পড়ছে ।

Intro:কলকাতা, ১৫ নভেম্বর: কিয়দংশে প্রাণঘাতী এই রোগের নাম স্ক্রাব টাইফাস। ছোট একটি পোকার কামড়ের জেরে এই রোগ হতে পারে। গত এক বছর ধরে এই রোগে আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। শহরাঞ্চলের মানুষও আক্রান্ত হচ্ছেন এই রোগে। কেন হতে পারে এই রোগ, কীভাবে বুঝবেন, চিকিৎসা-ই-বা কী রয়েছে? এ সব নিয়ে ইটিভি ভারত-কে বলেছেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক, চিকিৎসক অনিরুদ্ধ রায়।


Body:ইটিভি ভারত: স্ক্রাব টাইফাস আসলে কী?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: স্ক্রাব টাইফাস হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ। মাইট অর্থাৎ, ছোট একটি পোকার মাধ্যমে এই রোগটি মানুষের শরীরে সংক্রামিত হয়। এটা রিকেটসিয়া গ্রুপের একটি ব্যাকটেরিয়া।"

ইটিভি ভারত: এই রোগে আক্রান্তরা কোন ধরনের সমস্যায় পড়েন?
চিকিৎসক অনিরুদ্ধ রায় বলেন: ওই পোকাটি যখন কামড়ায়, সাধারণত তার ছয় থেকে ২০ দিনের মধ্যে, পোকাটি যেখানে কামড়ায় সেখানে ছোট একটি ফুসকুড়ির মতো হয়। তার পরে সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে কালো রঙের একটি এস্চার তৈরি হয়। এর পরে জ্বর আসে। গা-হাত-পা ব্যথা করবে, শরীরের কিছু কিছু গ্ল্যান্ড ফুলতে থাকবে। প্রথম দিকে এসব দেখা দেবে। পরবর্তী সময়ে, যদি চিকিৎসা শুরু না হয়, তাহলে রোগীর লিভার, হার্ট, ব্রেন অ্যাফেক্ট করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ, জন্ডিস হয় এবং লিভার বড় হয়ে যায়। হার্ট ফেইলিওর হতে পারে। ব্রেনকেউ বিভিন্নভাবে ক্ষতি করতে পারে।

ইটিভি ভারত: কীভাবে রোগ নির্ণয় হয়?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: উপসর্গগুলি দেখে আমরা ধারণা করতে পারি। তবে রোগ নির্ণয় করতে হলে, অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় দিন পরে IgM অ্যান্টিবডি টেস্ট করা হয়, সেটা যদি পজিটিভ হয়, তখন বলতে পারি স্ক্রাব টাইফাস হয়েছে।

ইটিভি ভারত: স্ক্রাব টাইফাসের চিকিৎসা কী রয়েছে?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: এর চিকিৎসা খুবই সহজ। অ্যান্টিবায়োটিক রয়েছে। এই অ্যান্টিবায়োটিকেই ঠিক হয়ে যায়, যদি প্রথমদিকে ধরা পড়ে। কিন্তু, যদি লিভার, কিডনি, হার্ট এবং ব্রেন ধরে ফেলে তখন অসুবিধা হয়। তখন মৃত্যুর হার খুব বেড়ে যায়।

ইটিভি ভারত: স্ক্রাব টাইফাস তাহলে প্রাণঘাতী?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: নিঃসন্দেহে। কিয়দংশে আমরা বলতে পারি স্ক্রাব টাইফাসে প্রাণ সংশয়ের যথেষ্ট কারণ রয়েছে।

ইটিভি ভারত: সাধারণ মানুষ কীভাবে বুঝবেন?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: সাধারণ মানুষ যদি জঙ্গলে যান অথবা, জঙ্গলের কাছাকাছি থাকেন, যদি কোনও পোকা কামড়ায় এবং ফোস্কার মতো হয়, তাহলে তখনই চিকিৎসকের কাছে যেতে হবে। সাধারণ জ্বর, তার সঙ্গে যদি গ্ল্যান্ড ফোলা থাকে, এমন উপসর্গ নিয়ে কোনও রোগী যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা স্ক্রাব টাইফাস আছে কি না, তা জানার জন্য পরীক্ষার কথা বলি।

ইটিভি ভারত: প্রতিরোধের কোনও উপায় রয়েছে?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: প্রতিরোধ বলতে, যদি কেউ জঙ্গলে যান, তা হলে ফুল হাতা জামা পরতে হবে, গ্লাভস পরতে হবে। যেখানে এই রোগ দেখা যাচ্ছে, সেই স্থানে DDT বা স্প্রে করলে যে মাইটগুলির মাধ‍্যমে এই রোগ সংক্রামিত হয়, সেগুলি মরে যায়। পোকামাকড় কামড়ালেই সতর্ক থাকতে হবে।

ইটিভি ভারত: শুধুই কি জঙ্গলে না, বাড়ি এবং বাড়ির আশপাশেও স্ক্রাব টাইফাসের আশঙ্কা রয়েছে?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: সাধারণত, যেখানে শুধুমাত্র পাকাবাড়ি, সেখানে সম্ভাবনা কম। যেখানে পাকাবাড়ি, কাঁচাবাড়ি অল্প কিছু জঙ্গল, আগাছা রয়েছে, সেখানে সাধারণত স্ক্রাব টাইফাস হয়।

ইটিভি ভারত: স্ক্রাব টাইফাসের পরিস্থিতি এখন কী রকম?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: অন্তত চার-পাঁচ বছর আগে আমরা জানতাম কিন্তু, অতটা স্ক্রাব টাইফাস দেখা যেত না। ইদানিংকালে, গত এক বছরে আমরা এই রোগে অনেক আক্রান্তের খোঁজ পাচ্ছি। এই জন্য আমরা সতর্ক। এই ধরনের কোনও সন্দেহ দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গেই রোগ নির্ণয়ের জন্য যেসব পদ্ধতি রয়েছে সেগুলি গ্রহণ করছি। রোগ ধরা পড়লে চিকিৎসা শুরু হচ্ছে। রোগী সুস্থও হচ্ছেন।

ইটিভি ভারত: কেন বেশি দেখা যাচ্ছে?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: স্ক্রাব টাইফাস হয়তো বহুদিন ধরেই ছিল। হতে পারে, সচেতনতা বেড়েছে বলে বেশি দেখা যাচ্ছে। অন্য একটি কারণেও হতে পারে। এটা হল, জঙ্গল এখন সাফ হয়ে যাচ্ছে। সেখান থেকে পোকামাকড়ের উৎপাত বাড়তে পারে। এই পোকাগুলি হয়তো ইনসেক্টিসাইডে রেজিস্টেন্ট হয়ে গিয়েছে, এমন কারনেও স্ক্রাব টাইফাস বেশি দেখা দিতে পারে।

ইটিভি ভারত: শুধুই কি গ্রামাঞ্চল না, শহরাঞ্চলের মানুষও স্ক্রাব টাইফাসে আক্রান্ত হতে পারেন?
চিকিৎসক অনিরুদ্ধ রায়: শহরাঞ্চলে স্ক্রাব টাইফাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, গ্রামাঞ্চলে একটু বেশি। তবে শহরাঞ্চলেও এখন স্ক্রাব টাইফাসের সংক্রমণ দেখা যাচ্ছে। গ্রাম ঘেঁষা শহরাঞ্চলগুলিতে, যেখানে বেশি জঙ্গল, আগাছা রয়েছে, সেখানে স্ক্রাব টাইফাসের সংক্রমণ হতেই পারে।


Conclusion:১৯৩০-এ জাপানে প্রথম স্ক্রাব টাইফাস চিহ্নিত হয়েছিল বলে জানা যায়। যে কারণে, বহুদিন ধরেই স্ক্রাব টাইফাস রয়েছে। ভারত, চিন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, এই দেশগুলোর মধ্যে আগে সীমাবদ্ধ ছিল। এখন অন্যত্র ছড়িয়ে পড়ছে।
_______



বাইট:
wb_kol_03a_scrub_typhus_bite_7203421
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক, চিকিৎসক অনিরুদ্ধ রায়।


Last Updated :Nov 16, 2019, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.